বর্তমানে প্রায় সব আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার ক্ষেত্রে বেছে নেয় উত্তর আমেরিকা, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়া। তবে এসব দেশগুলোর সঙ্গে শিক্ষা ও গবেষণায় তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। প্রযুক্তিগতভাবে বিশ্বের প্রায় সব দেশই এ দক্ষিণ কোরিয়াকে অনুকরণ করে থাকে। উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের জন্যেও রয়েছে নানান সুযোগ-সুবিধা। খুব সহজেই স্কলারশিপ পাওয়া যায়। যার ফলে কোনো চাকরি খুজতে হয় না।
স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনি ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি)। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর।
গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিআইএসটি) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু প্রদেশে অবস্থিত। এটি ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
• স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি পাবে ১ লাখ ৪০ হাজার ওন (১০ হাজার টাকা) এবং পিএইচডির শিক্ষার্থীরা পাবে ২ লাখ ৯৫ হাজার ওন (২১ হাজার টাকা)।
• আগের সেমিস্টারে সিজিপিএ ৩ এর ওপর থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি বাবদ ১ লাখ ২০ হাজার ওন দেয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ৯ হাজার টাকা।
• রিসার্চ এসিস্ট্যান্টশিপ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রায় ৪৮ লাখ ওন দেয়া হবে (৩ লাখ ৪৬ হাজার টাকা)।
• আর পিএইচডির শিক্ষার্থীদের দেয়া হবে ১ কোটি ২৩ লাখ ওন (প্রায় ৯ লাখ টাকা)।
• খাবার ভাতা বাবদ ১ লাখ ওন (৮ হাজার টাকা)।
• ৮০ শতাংশ স্বাস্থ্যবীমার খরচ বহন করবে।
• দেওয়া হবে বিমানে যাওয়ার খরচও।
আবেদনের যোগ্যতা:
• স্নাতকোত্ততরে জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক ভালো ফলাফলধারী হতে হবে।
• পিএইচডি স্কলারশিপের জন্য অবশ্যই স্নাতকোত্তরে ভালো ফলাফলধারী হতে হবে।
• আবেদনকারীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
• আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ বা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ স্কোর তুলতে হবে।
প্রয়োজনীয় নথি:
• অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
• উচ্চ মাধ্যমিকের সনদ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• একটি রিকমেন্ডেশন লেটার।
• পাসপোর্ট।
• ইংরেজি দক্ষতা সনদ।
• জীবন বৃত্তান্ত (সিভি)।
• ব্যক্তিগত বিবৃতি (এসওপি)।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন (https://service.gist.ac.kr/admission/graduate/foreigner) লিংকে ।
বিস্তারিত জানতে ক্লিক করুন (https://www.gist.ac.kr/iadm/html/sub04/0401.html) লিংকে।