রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

এআই অ্যাভাটারে শাবানা ববিতা রোজিনাদের নতুন রূপ

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একসময়ে জনপ্রিয় নায়িকা ছিলেন ববিতা, চম্পা, সুচরিতা, কবরী, রোজিনা, শাবানা, অঞ্জনা কিংবা নূতন। তাদের হাত ধরেই বাংলা সিনেমা ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তবে দীর্ঘদিন ধরেই রূপালী পর্দার বাইরে রয়েছেন এ অভিনেত্রীরা।

সিনেমাতো বটেই কোনো আলোচনা বা টকশোতেও দেখা যায়না তাদের উপস্থিতি। কিন্তু দর্শকরা এখনও ঠিকই মনে রেখেছেন এই নায়িকাদের। আর এই অভিনেত্রীদের জনপ্রিয়তাকে কেন্দ্র করেই ৮ নায়িকাকে এই সময়ের মেকআপ, গেটআপে হাজির করেছেন বাটা প্রতিষ্ঠানের জিএম ও ডিজিটাল বিজনেস লিডার রাজীব জাহান ফেরদৌস। ছবিগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল। এজন্য ফেরদৌস বেছে নিয়েছেন সাম্প্রতিক বিশ্বজুড়ে আলোচিত মাধ্যম এইআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। সঙ্গে নিয়েছেন ফায়ারফ্লাই ও ফটোশপের সহযোগিতা।

প্রযুক্তির ব্যবহারের এসেছে বহু পরিবর্তন। সেই সময়ের নায়িকারা যদি এই সময়ে থাকতেন তাহলে যেমন লাগতে সেই দেখানোর জন্যই এই প্রয়াস বলে জানান রাজীব জাহান ফেরদৌস। তার কথায়, ‘সেই সময় দর্শকদের স্বপ্নের নায়িকারা যদি এই যুগের নায়িকা হতেন কেমন দেখতে হতেন? কেমন হতো তাদের স্টাইল? সেটাই প্রযুক্তির সাহায্যে দেখার চেষ্টা করলাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com