বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ১৪ নম্বর পদে মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, বগুড়া, পঞ্চগড় ও পিরোজপুর জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৫ নম্বর পদে গাজীপুর, ভোলা ও সিলেট জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া অন্য পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন
নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ৫ বছরের জন্য চুক্তিভিক্তিক (নবায়নযোগ্য) নিয়োগ প্রাপ্ত হবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬৬৭ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৫৬ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ৩৩৪ টাকা এবং ১৪ থেকে ১৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।