মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

কোন সময়ে কাশ্মিরে গেলে কী দেখতে পারবেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

কাশ্মিরের পরিস্থিতি এখন শান্ত। ফলে পর্যটনশিল্পের পালেও লেগেছে হাওয়া। ভূস্বর্গ কাশ্মির ভ্রমণের আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। সুবিশাল পাহাড়, চোখজুড়ানো সবুজ কিংবা নয়নাভিরাম লেকের শান্ত শহর ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। সময় করে ঘুরে আসতে পারেন আপনিও। তবে কাশ্মির ভ্রমণে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন উঁকি দেয় মনে। যেমন কখন কাশ্মির গেলে কী দেখতে পারবেন, কেমন খরচ হবে, কোথায় থাকবেন, কী কী দেখবেন ইত্যাদি। কিছুদিন আগেই কাশ্মির ঘুরে এসে কয়েক পর্বে জানাচ্ছি এই তথ্যগুলো।

কখন কাশ্মিরের কেমন রূপ  

সবার আগে মনে প্রশ্ন আসে এটাই। কখন কাশ্মিরে গেলে কী দেখতে পাবো আমরা? কাশ্মির একেক সময়ে একেক রূপ ধারণ করে। যদি মনে করেন ঝলমলে সবুজ প্রকৃতি উপভোগ করবেন, তবে দেরি না করে এখনই ছুট লাগান! কাশ্মির বেড়ানোর সবচেয়ে ভালো সময় এখনই। এপ্রিল থেকে অক্টোবরকে বলা হয় কাশ্মির ভ্রমণের সেরা সময়। এ সময় ফুল ও সবুজে ভরে ওঠে কাশ্মির। জুন, জুলাই ও আগস্ট মাস এখানে গ্রীষ্মকাল। এরপরই শুরু হবে শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরজুড়ে চলে শরৎকাল। যদিও নভেম্বর থেকেই হিমশীতল বাতাস টের পেতে শুরু করবেন।

কমবেশি সবসময়ই এমন বরফে ঢাকা পাহাড়ের দেখা মিলবে কাশ্মিরে

কমবেশি সবসময়ই এমন বরফে ঢাকা পাহাড়ের দেখা মিলবে কাশ্মিরে

টিউলিপ দেখতে চাইলে এপ্রিল মাসের শুরুতে যেতে হবে কাশ্মির

টিউলিপ দেখতে চাইলে এপ্রিল মাসের শুরুতে যেতে হবে কাশ্মির

যদি ভাবেন কাশ্মির গিয়ে গাছের টসটসে আপেল খাবেন, তাহলে আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসে যান। ১১৩ জাতের আপেলের চাষ হয় কাশ্মিরজুড়ে। অক্টোবর ও নভেম্বরের কিছু সময় পর্যন্তও গাছ পাকা আপেল খেতে পারবেন। বাজারগুলো থেকে কিনতে পারবেন টাটকা আপেল। এছাড়া কাশ্মিরের রাস্তায় রাস্তায় আপেলের রস খাওয়ার ব্যবস্থা থাকে সারা বছরই। আপেলের মৌসুমে না গেলে ফ্রোজেন আপেলের রস খেতে হবে। বাড়তি কোনও পানি ও চিনি ছাড়া টাটকা আপেলের রস খেতে খুবই সুস্বাদু।

গাছের টসটসে আপেল খেতে পারবেন আগস্ট মাসের শেষের দিক থেকে।

গাছের টসটসে আপেল খেতে পারবেন আগস্ট মাসের শেষের দিক থেকে।

বরফের চাদরে ঢাকা পাহাড় ও তুষারপাত দেখতে চাইলে শীতের সময় চলে যান কাশ্মির। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি- এই তিন মাস হচ্ছে শীতকাল। এ সময়ের কাশ্মির একেবারেই সাদা। তবে শীতকালে কাশ্মির ভ্রমণের কিছু বিড়ম্বনা রয়েছে। অতিরিক্ত তুষারপাতে রাস্তাসহ বিভিন্ন পর্যটন স্পট বন্ধ হয়ে যায় প্রায়ই। তাপমাত্রা একেবারে নিচে নেমে যায় বলে জনজীবন বিপর্যস্ত হয়ে যায় শীতে। এছাড়া স্থলপথে কাশ্মির যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায় শীতের সময়। কেবলমাত্র আকাশপথে যাওয়া যায় কাশ্মির।

বসন্তে কাশ্মিরের অপূর্ব রূপ

বসন্তে কাশ্মিরের অপূর্ব রূপ

কিছু তথ্য ও পরামর্শ

  • সঙ্গে শিশু থাকলে শীতের সময় কাশ্মির ভ্রমণের পরিকল্পনা না করলেই ভালো করবেন।
  • কাশ্মিরে কমবেশি সবসময়ই বরফের পাহাড়ের দেখা মিলবে। গ্রীষ্ম বা শরতে গেলে সবুজের পাশাপাশি উপভোগ করতে পারবেন সাদা পাহাড়ের সৌন্দর্য।
  • কাশ্মির ভ্রমণের পরিকল্পনা করার আগে সে সময় ওখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা যাচাই করে নেবেন। কারণ বৃষ্টি হলে অনেক পর্যটন স্পটে ঘুরতে পারবেন না।

নওরিন আক্তার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com