শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

পর্তুগালে লিগ্যাল এন্ট্রি বা বৈধ প্রবেশ কি এবং কিভাবে

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

বর্তমানে পর্তুগালে ৮৮.২ ধারা অনুযায়ী কাগজ পেতে হলে লিগ্যাল এন্ট্রি বাধ্যতামূলক । এক্ষেত্রে অনেকেই বিষয়টি না জানার কারনে বিভিন্ন ভাবে হয়রানি, সময় ও টাকার অপচয়সহ কাগজ পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হওয়ায় সম্ভাবনা দেখা দিচ্ছে। সেনজেন ভুক্ত যে কোন দেশের ভিসা বা রেসিডেন্ট পারমিট দিয়ে একের অধিক উপায়ে লিগ্যাল এন্ট্রি / Entry of Declaration নিশ্চিত করা যায়। যথাযথ উপায়ে লিগ্যাল এন্ট্রি করে সঠিক সময়ে পর্তুগালের কাগজপত্র পাওয়া সহজেই সম্ভব হয়।

পর্তুগালে বিভিন্ন সময়ে নানান নিয়মে লিগ্যাল এন্ট্রির ব্যবস্থা থাকায় বর্তমান সময়ে নানা ধরনের তথ্য গুরপাক খাচ্ছে। ফলে নতুন কোন আগুন্তুক পর্তুগালে আসলে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হয় অভিবীসীরা এবং অনেক সময় মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্যের কারনে কাগজ পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে কিভাবে সহজে লিগ্যাল এন্ট্রি করা যায় এই নিয়ে কথা হয়েছে প্রবাস কথার পর্তুগাল প্রতিনিধি ও লিসবনের জনপ্রিয় ইমিগ্রেশন আইনজীবী নুনো পিন্টু সিলভা এর মধ্যে। তিনি একান্ত সাক্ষাতকারে সহজে কয়েকটি উপায়ে লিগ্যাল এন্ট্রির বিষয়টি উল্লেখ করেন।

প্রথমত, তিনি উল্লেখ করেন, যেকোন আন্তর্জাতিক ফ্লাইট দিয়ে পর্তুগালে আসলে পর্তুগালের এয়ারপোর্টে আপনাকে প্রবেশের বা Entry Seal দিবে। এটিই আপনার সবচেয়ে বড় প্রমান বা লিগ্যাল এন্ট্রি, যে আপনি লিগ্যালি পর্তুগালে প্রবেশ করেছেন। এটি সম্ভব হবে শুধুমাত্র যদি আপনি সেনজেন এরিয়ার বাহির থেকে পর্তুগালে প্রবেশ করে থাকেন। এক্ষেত্রে আপনি প্রবেশের পর পর কাগজ করার পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করতে পারেন।

দ্বিতীয়ত, আপনি যদি ইউরোপের অন্য যে কোন দেশ থেকে অভ্যন্তরিন বা Domestic ফ্লাইট দিয়ে পর্তুগালে প্রবেশ করেন সেই ক্ষেত্রে আপনাকে টিকেট, বোর্ডিং পাস , পাসপোর্ট ও মেয়াদসহ ভিসা অথবা রেসিডেন্স কার্ড নিয়ে কানাই অফিস (CANAI) অথবা (SEF) ইমিগ্রেশন অফিসে গিয়ে Entry Declare করে নিতে হবে। এক্ষেত্রে বর্তমানে আগে থেকে এপোয়েন্টমেন্ট নিতে হয়।CANAI অথবা SEF ইমিগ্রেশন অফিস আপনাকে Declaration of entry latter issue করে দিবে। একটা সময় ছিল যখন এই বিষটি সাথে সাথে এন্ট্রি করা সম্ভব ছিল। কিন্তু অধিক মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ইমিগ্রেশন অফিসের সীমাবদ্ধতার কারনে বর্তমানে বিষয়টি সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

তৃতীয়ত, পর্তুগালে আসার পরে আপনি যদি কোন হোটেলে বুকিং দিয়ে অবস্থান করেন এবং ফাতুরা বা অবস্থানের রশিদ সংগ্রহ করেন তাহলে আপনার লিগ্যাল এন্ট্রি অটোমেটিক হয়ে যাবে। কারন প্রত্যেক হোটেলে বুকিং দিয়ে অবস্থান করলে সমস্ত তথ্য (SEF) বা ইমিগ্রেশন ওয়েবসাইটে আপলোড করে দিতে হয়। আপনাকে মনে করে ফাতুরা বা Invoice টি নিতে হবে ও সংরক্ষণ করতে হবে। পরবর্তিতে এটিই আপনার দলিল হবে যে আপনি কবে কখন কোথায় পর্তুগালে আসছেন ও ছিলেন। আর SEF আপনার পাসপোর্ট নাম্বারের সাহায্য সহজে বিষয়টি যাছাই করতে পারবে।

পরিশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো travel সংক্রান্ত সমস্ত কাগজপত্র ও প্রমাণাদি যেমন Ticket, Boarding Pass, Luggage Tag সহ অন্য যেকোন কাগজপত্র অত্যান্ত যত্নসহকারে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন সিলভা । এসব কাগজ পত্র ইমিগ্রেশন অফিসে সাক্ষাতকারের সময় চাইবে। তাই এগুলো সংরক্ষণ করে ভবিষ্যৎতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে বিরত থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com