স্থানীয় লেখক গবেষক চিত্তরঞ্জন তালুকদার বলেন, মধ্যনগর বাজারটির পত্তন হয়েছিল প্রায় পৌনে দুই শ বছর আগে। প্রথমে এই বাজারের মাঝখানে একটি ভিটি করে সেখানে জেলেরা মাছ বিক্রি করতেন। এ ছাড়া গোয়ালারা বেচতেন দই-চিড়া-মুড়ি। বর্ষাকালে সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় নৌকার হাট এটিই। নৌকার হাটটি শুরু হয় বাজারের বেশ পরে। এটি শখানেক বছর আগে গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়।
স্থানীয় বর্ষীয়ান বাসিন্দা উপানন্দ সরকার বললেন, আনুমানিক ১৯২০-১৯২২ সালের দিকে সর্বপ্রথম মধ্যনগরে নৌকার হাট বসে। সপ্তাহের প্রতি শনিবার হাটের দিন বাজারে দু-তিন শর বেশি নৌকা বিক্রির জন্য ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা চলে।