করোনা মহামারি ঠেকাতে বিনা প্রয়োজনে ভ্রমণ না করার নির্দেশনা সত্তে¡ও কানাডায় অভ্যন্তারন রুটে বিমানে সংস্থাগুলো তাদের বিমানে চড়ার আহবান জানিয়ে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। এমনকি তারা বিমান ভাড়া কমিয়েও যাত্রীদের তাদের বিমানে চড়ার আহবান জানাচ্ছে। ভ্রমণে আকাশ পথ ব্যবহারের জন্য তারা যাত্রীদের উৎসাহিত করছে।
এয়ার কানাডা ও ওয়েস্ট জেটের মতো এয়ারলাইন্সগুলো অভ্যন্তরিণ রুটে তাদের বিমান ভাড়া ২০% কমানোর ঘোষণা দিয়েছে। এতে টরন্টো থেকে ভেঙ্কুবার পর্যন্ত ভাড়া নেমে এসেছে ১২০ ডলারে। এছাড়া মন্ট্রিল থেকে হেলিফিক্সের ভাড়া ৮৬ ডলার এবং উইনিপিগ থেকে ক্যালগরির ভাড়া হবে মাত্র ৯০ ডলার। আগামী ডিসেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য এই অফার বলবৎ থাকবে।