২) দীঘার সমুদ্র সৈকতে এবার সবচেয়ে আকর্ষণের একটি জায়গা হয়ে উঠতে চলেছে কফি হাউস। সমুদ্রের সৌন্দর্য দেখার পাশাপাশি এবার দীঘায় কফি হাউসে বসে স্মৃতি রোমন্থন করা যাবে। খুব তাড়াতাড়ি দীঘায় কফি হাউস চালু হতে চলেছে।
৩) দীঘার অন্যতম আকর্ষনের কারণ হলো নন্দন কানন। দীঘা বেড়াতে গিয়ে এই নন্দনকানন ঘুরে আসতেই হবে পর্যটকদের। কেননা এই নন্দন কাননেই এখন প্রকৃতির ছোঁয়া মিলবে। হারিয়ে যাওয়া প্রকৃতিকে চেনা জানার সুযোগ মিলবে এই নন্দন কাননে। হারিয়ে যাওয়া সেই সকল গাছ পালা, পশুপাখি ইত্যাদির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দীঘায় গড়ে উঠেছে পায়ে পায়ে প্রকৃতি দর্শন।
৪) দীঘায় এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল মেরিন ড্রাইভ। সমুদ্রের গাওয়া ঘেঁষে দীর্ঘ ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভ সফর মিস করা যাবে না দীঘা ঘুরতে এলে। এখন আবার এখানে দ্বিতীয় লেন তৈরি হচ্ছে মেরিন ড্রাইভের জন্য।
৫) পুরীর আদলে নিউ দীঘা রেল স্টেশনের পাশে তৈরি হচ্ছে জগন্নাথ দেব মন্দির। মন্দির নির্মাণের কাজ এখনো শেষ না হলেও সেই কাজ এখন অনেকটাই শেষের দিকে। এমনকি যে গতিতে কাজ চলছে তাতে চলতি বছর ডিসেম্বর মাসেই এই মন্দিরের সূচনা হয়ে যেতে পারে।