বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।“ নাইট-হেনেসি স্কলার্স“এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ১১ ই অক্টোবর  ২০২৩।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে যায়। তাছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রাম বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ থাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের। প্রতিবছর প্রায় এক’শ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তাঁর স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।
* আবাসন ব্যবস্থা প্রদান করবে।
*একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, একাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয়যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেওয়া হবে।
* ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা দেওয়া হবে।
* দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন।

স্কলারশিপ

আবেদনের যোগ্যতাসমূহ: 
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।
* আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি—এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ, পিএইচডি ইত্যাদি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।
* ২০১৭ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে।
* মার্কিন সেনাবাহিনীতে যাঁদের অবদান থাকবে, তাঁরা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র: 
* প্রবন্ধ।
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* একটি ভিডিও স্টোরি।
* এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত।
* অনলাইন আবেদন ।
* ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।
* স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর।
* দুটি রেকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://knight-hennessy.stanford.edu/admission/preparing-your-application 

বিস্তারিত জানতে ক্লিক করুন https://knight-hennessy.stanford.edu/program-overview

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com