নামচি হল দক্ষিণ সিকিমের সদর শহর, ছোট্ট একটি জনপদ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ ফুট (১৩১৫ মিটার) উচ্চতায় অবস্থিত।নামচি থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়, তেমনই চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ উপত্যকার এক সুন্দর দৃশ্য। নামচি ও তার আশপাশের দর্শনীয় স্থানগুলি দেখতে অন্তত একটা গোটা দিন সময় লাগবে।
ছোট্ট শহরের বাইরে মূলত রয়েছে দর্শনীয় স্থানগুলি। যেমন নামচি থেকে ১৮ কিলোমিটার দূরে রয়েছে টেমি চা বাগান।শহর থেকে ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত সামদ্রুপচে। এখানে ১৩৫ ফুট উঁচু গুরু পদ্মসম্ভবের মূর্তিটি সত্যিই দেখার মতো। নামচির প্রধান আকর্ষণ শহর থেকে ১০ কিমি দূরে সোলোফোকে ১০৮ ফুট উচ্চ শিব মূর্তি সহ রেপ্লিকারুপি চারধাম। পাহাড়ের মাথায় বিশাল চত্বর জুড়ে বদ্রিনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ও রামেশ্বরম ধাম। রকমারি ফুলের বাগান দিয়ে ঘেরা মনোরম জায়গা।
নামচি শহরের থেকে ৫কিমি দুরে রয়েছে চারধাম কমপ্লেক্স।ভারতের যত বড় বড় মন্দির রয়েছে, সিকিম সরকার তার সবার একটি করে রেপ্লিকা এই কমপ্লেক্সে বানিয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম, রামেশ্বরধাম এবং আরও অনেক। কিন্তু এখানের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৮৭ফুট ঊঁচু মহাদেবের প্রতিমা। পার্কের সব জায়গা থেকেই বাবাকে দেখা যায়।
নামচি এর দর্শনীয় স্থানগুলো: রাবাংলা বুদ্ধ পার্ক, বোরং মনাসট্রি, টেমি টি গার্ডেন, সামদরুপস, চারধাম।
কিভাবে যাবেন:
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নামচির দূরত্ব ১০০ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে তিন ঘণ্টার মতো। পুরো গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা।
কোথায় থাকবেন:
নামচিতে রাত্রিবাসের জন্য রয়েছে ভাল মানের বেশ কয়টি হোটেল।