বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

আমেরিকার নন ইমিগ্র্যান্ট ভিসা

  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

আমেরিকান দূতাবাসের কনস্যুলার শাখা বাংলাদেশী নাগরিকদের ও বাংলাদেশে অবস্থিত বিদেশী নাগরিকদের ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। এখানে তিন ধরনের সেবা প্রদান করে থাকে।

ভিসা বর্ণনা
নন ইমিগ্রেন্ট ভিসা সাময়িক ভিসা: পর্যটন ভিসা, ব্যবসায়িক ভিসা, স্টুডেন্ট ভিসা ও সাময়িক শ্রমিক ভিসা
ইমিগ্রেন্ট ভিসা যারা যুক্তরাষ্ট্র অভিবাসী হিসেবে যেতে চায় তাদের ভিসা
ডাইভার্সিটি ডাইভার্সিটি ভিসা লটারীর মাধ্যমে যে সকল বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্র অভিবাস করার যোগ্যতা অর্জন করে তাদের ভিসা

নন ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা

  • বেড়ানো, ব্যবসা, পড়াশোনা করা বা অস্থায়ী ভাবে যারা যুক্তরাষ্ট্রে যেতে চায় তারা নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে।

সাক্ষাৎকারের জন্য দিনক্ষণ

  • আমেরিকান দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান সাইমন গ্রুপের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য দিনক্ষন ঠিক করতে হয়।
  • এই প্রতিষ্ঠানে একবার এসেই আবেদনকারী আবেদন ফি জমা দেওয়া, প্রয়োজনীয় ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

ভিসা ফি

নন ইমিগ্রেন্ট ভিসা

ফিস

বি, সি, ডি, এফ, আই, জে, এম ভিসা

$১৬০

এইচ,এল,ও, পি, কিউ, আর ভিসা

$১৯০

কে (ফাইন্যান্স (ই) স্পোস অব ইউ.এস. সিটিজেন)

$২৪০

ই (থার্টি ইনভাষ্টর/ ট্রেডার)

$২৭০

ভিসা সেভিস ফি ফর স্টুডেন্ট (পে টু ডিএইচএস)

$২০০

সেভিস ফি ফর এক্সচেঞ্জ ভিজিটরস (পে টু ডিএইচএস)

$১৮০

  • সাইমন গ্রুপ বা স্ট্যান্ডার্ড ব্যাংকে ভিসা আবেদন ফি জমা দিয়ে টাকার রশিদ সংগ্রহ করতে হয়। ভিসা সাক্ষাৎকার এর সময় কনস্যুলার কর্মকর্তা কে এই টাকার রশিদ দেখাতে হয়।

অফিস সময়

নন ইমিগ্রেন্ট ভিসা

ভিসা ইন্টারভিউ

রবিবার

১০.৩০/ ১১.৩০ মিনিট

বুধবার

১.০০/২.০০ টা

২২১ (জি) রিপুয়েল্স ইনটেক

রবিবার

বিকাল ২.০০-৩.০০

ভিসা ডেলিভারী

রবিবার- বৃহস্পতিবার

দুপুর ১.০০ টা

ডিপ্লোমেটিক নোট ভার্বলি ইনটেক (অফিসিয়াল এন্ড ডিপ্লোমেটিক ভিসা)

রবিবার-বুধবার

সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা

ইমিগ্রেন্ট ভিসা

ভিসা ইন্টারভিউ

রবিবার-বুধবার

সকাল ৮ টা

২২১ (জি) রিপুয়েল্স ইনটেক

রবিবার –বুধবার

দুপুর ১২ টা থেকে ১২.৩০ মিনিট

ভিসা ডেলিভারী

রবিবার – বৃহস্পতিবার

দুপুর ২.৩০ মিনিট

ডাইভার্সিটি ভিসা

ভিসা ইন্টারভিউ

রবিবার,মঙ্গলবার-বুধবার

সকাল ৮ টা

২২১ (জি) রিপুয়েল্স ইনটেক

রবিবার-বৃহস্পতিবার

দুপুর ১২ টা-১২.৩০ টা

ভিসা ডেলিভারী

রবিবার-বুধবার

দুপুর ২.৩০ মিনিট

দূতাবাসে যাওয়ার আগে

  • দূতাবাসে যাওয়ার আগে নতুন ডি এস ১৬০ ফরমটি পূরণ করতে হয়। ফরমটি এই ঠিকানায় পাওয়া যায় http://ceac.state.gov/genniv
  • মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রিক জিনিস ট্যালকম ও অন্যান্য পাউডার লাগানো পাসাপোর্ট এবং কোন অস্ত্র নিয়ে দূতাবাসে প্রবেশ করা যায় না।

ভিসা সংগ্রহ

  • ভিসা অফিসার ভিসা সংগ্রহের সময় জানিয়ে থাকে।
  • সাধারণত ভিসা আবেদন সফল হলে দুই কর্মদিবসের মধ্যে ভিসা সংগ্রহ করা যায়।

প্রত্যাখ্যান

  • ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে আসার ব্যাপারে শক্তিশালী কারণ কনস্যুলার কর্মকর্তার কাছে তুলে ধরতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ফরম পূরণ করা এবং সাক্ষাৎকারের দিনক্ষণ ঠিক করে নেওয়ার কাজ করতে পারে।
  • নন ইমিগ্রেন্ট ভিসার জন্য ভ্রমনের কমপক্ষে ৯০ দিন আগে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

যা যা নিয়ে সায়মন ওভারসীজে যেতে হয় সেগুলো হল:

  • একটি বেধ পাসপোর্ট যুক্তরাষ্ট্রে ভ্রমনের পরেও ৬ মাস মেয়াদ থাকে।
  • দুকপি পাসপোর্ট সাইজের ছবি (PDF-59.8 KB)
  • প্রতি পাসপোর্টের সার্ভিস চার্জ ৫০০ টাকা ও ১৫% ভ্যাট দিতে হয়।
  • ডিএস ‌১৬০ ফরম জমা দেয়ার কনফারমেশন পৃষ্ঠা এবং নিচের যেকোন একটি
  • নন ইমিগ্রেন্ট ভিসা আবেদন ফি
  • প্রতিটি আবেদনের প্রক্রিয়াকরণ ফি হিসেবে ১০০ টাকা + ১৫% ভ্যাট

অথবা

  • স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে নেয়া অন-অভিবাসী ভিসা আবেদন ফি’র রশিদ নিয়ে যেতে হয়।
  • সকল আবেদনকারীকে সায়মন ওভারসীজে ব্যক্তিগত তথ্য ও ভ্রমন ইতিহাস রয়েছে, এমন একটি প্রশ্নমালা পূরণ করতে হয়।
  • জন্ম বৃত্তান্ত পৃষ্ঠা পাসপোর্ট নবায়নের বৈধতার চিহ্ন হিসেবে কোন সীল থাকলে শেষ পৃষ্ঠার ফটোকপি।
  • পুনরায় আবেদনের ব্যবস্থা রয়েছে। তবে পুনরায় সাক্ষাৎকার নির্ধারণ করার জন্য পুনরায় আবেদন ফরম ও ফি জমা দিতে হয়।
  • কোন কোন আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের প্রবেশে স্থায়ী বা সাময়িক ভাবে অযোগ্য ঘোষনা করা হয়। অযোগ্য ঘোষনার কারণ সাক্ষাৎকার গ্রহণকারী কর্মকর্তা জানিয়ে দেন।
  • কখনও কখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয়। অতিরিক্ত কাগজপত্র যেকোন  রবিবার দুপুর ২  টা থেকে বিকাল ৩ টার মধ্যে জমা দিতে হয়।

জরুরী ভ্রমণ

  • জরুরী চিকিৎসা, হাসপাতালে ভর্তি বা মৃতদেহ সৎকার এমন জরুরী পরিস্থিতির ভ্রমনের জন্য জরুরী সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়ে থাকে।
  • এসকল ক্ষেত্রে আরো যেসকল কাগজ পত্র দরকার হয় সেগুলো হল: মৃতদেহের সৎকার যেখানে করা হবে থাকে সেই প্রতিষ্ঠানের চিঠি, জরুরি চিকিৎসার সংশ্লিস্ট চিকিৎসক বা হাসপাতালের একটি চিঠি বা চিকিৎসা ব্যয় মেটানোর মত সামর্থ্যের প্রমাণ পত্র।
  • জরুরী ভ্রমনের ক্ষেত্রে ত্বরান্বতি সাক্ষাতের আবেদন যোগ্য হলে সাক্ষাতের জন্য [email protected] ই-মেইল করতে হয়। অথবা ৮৮২৪৪৪৯ ফ্যাক্স নম্বরে লিখিত আবেদন করতে হয়।

কনস্যুলার সেকশন

ইউএস দূতাবাস

১২, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা

ফোন: ৮৮৫৫৫০০ (সিটিজেন সার্ভিস)

ফ্যাক্স: ৮৮-৪৪৪৯

ই-মেইল: [email protected]

সাইমন ওভারসীজ

বাড়ি: ৪/এ, সড়ক: ২২, গুলশান ১, ঢাকা -১২১২

ফোন: ৮৮০-০২-৯৮৯৩৯৬৪

ইমিগ্রান্ট ভিসা ফি

বিবরণ সায়মন গ্রুপ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
MRV প্রসেসিং চার্জ ১০০/- + ১৫% ভ্যাট ২০০/- + ১৫% ভ্যাট
অ্যাপয়েন্টমেন্ট সিভিউ লিং চার্জ ৫০০/- + ১৫% ভ্যাট
কমপ্লিটেশন অব ডিএস ১৬০ ৯০০/- + ১৫% ভ্যাট
ঠিকানা বাড়ি- ৪এ, সড়ক- ২২, গুলশান- ১, ঢাকা। প্লট- ১৮৯, ব্লক- NWA, গুলশান এভিনিউ (পাকিস্তান এ্যাম্বাসির বিপরীতে)
ফোন ৯৮৯৩৯৬৪ ৮৮২১৯০৪, ৯৮৮১৬৫১

সায়মন গ্রুপ

সায়মন গ্রুপ ২০০৫ সাল থেকে আমেরিকার নন ইমিগ্রান্ট ভিসা ব্যাপারে সার্ভিস দিয়ে যাচ্ছে।

আবেদন ফরম গ্রহণ

দিন সময়
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত

সার্ভিস চার্জ

সার্ভিসের ধরণ চার্জ
ভিসা অ্যাপয়নমেন্ট সার্ভিস চার্জ ৬৯০ (ভ্যাটসহ)
অনলাইন ডিএস ফরমে সহায়তা ১০৩৫ (ভ্যাটসহ)

সার্ভিস গুলো

  • আমেরিকার নন ইমিগ্রান্ট ভিসার আবেদন ফরম গ্রহণ এবং সাক্ষাৎকার তারিখ ও সময় নির্ধারণ করে থাকে
  • নতুন সাক্ষাৎ কারের তারিখ ও সময় নির্ধারণ করা
  • এম আর ডি ফি গ্রহণ
  • ডিএস ১৬০ ফরম পূরণে সার্বিক সহযোগিতা করা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com