শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

২০৫০ সালের বসতবাড়ি কেমন হতে পারে

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

ভবিষ্যতের বসতবাড়ি আরও বেশি বদ্ধ হতে পারে। কারণ, পরিবারের সব সদস্য এক জায়গায় বসবাস করবেন।

বাড়ির প্রতিটি স্থানকে টাচস্ক্রিনে রূপান্তরিত করা হতে পারে। যেগুলো বিভিন্ন কাজ পরিচালনা করবে যেমন চাহিদা অনুযায়ী ঘরের দেয়াল জানালায় রূপান্তরিত হতে পারে
বাড়ির প্রতিটি স্থানকে টাচস্ক্রিনে রূপান্তরিত করা হতে পারে। যেগুলো বিভিন্ন কাজ পরিচালনা করবে যেমন চাহিদা অনুযায়ী ঘরের দেয়াল জানালায় রূপান্তরিত হতে পারে

কণ্ঠস্বরের নির্দেশে (ভয়েস কমান্ড) দেয়াল, মেঝে ও ছাদ রূপান্তরিত হবে। ন্যানো প্রযুক্তির সাহায্যে দেয়ালকে বড় আকারে টিভির পর্দায় পরিণত করা যাবে। তেমনি শক্ত বা স্বচ্ছ দেয়ালও বানানো যাবে
কণ্ঠস্বরের নির্দেশে (ভয়েস কমান্ড) দেয়াল, মেঝে ও ছাদ রূপান্তরিত হবে। ন্যানো প্রযুক্তির সাহায্যে দেয়ালকে বড় আকারে টিভির পর্দায় পরিণত করা যাবে। তেমনি শক্ত বা স্বচ্ছ দেয়ালও বানানো যাবে

ফিউচার নিউজের সম্পাদক ইয়ান সিলভেরা বলেন, বাড়ি, এর ফিকশ্চার এবং যন্ত্রকে প্রাণবন্ত করতে এআই সক্ষম পরিধেয় প্রযুক্তি ব্যবহৃত হবে। অগমেন্টেড রিয়েলিটির ফলে আমাদের বিনোদন যেমন গান শোনা বা টিভি দেখা—এগুলোতেও মৌলিক পরিবর্তন আসবে। অগমেন্টেড রিয়েলিটি দিয়ে রান্নাঘরে ইনডাকশন চুলা জ্বালানোর মতো কাজ করা যাবে। সঙ্গে সঙ্গে রান্নার কৌশলও দেখা যাবে। এ ছাড়া বসতবাড়িতে মানবাকৃতির রোবট থাকবে। তারা রান্না, ঘর পরিষ্কার ও শিশুর দেখভাল করবে। টেসলা এবং ওয়ানএক্সের মতো প্রতিষ্ঠান এমন রোবট আনতে কাজ করছে
ফিউচার নিউজের সম্পাদক ইয়ান সিলভেরা বলেন, বাড়ি, এর ফিকশ্চার এবং যন্ত্রকে প্রাণবন্ত করতে এআই সক্ষম পরিধেয় প্রযুক্তি ব্যবহৃত হবে। অগমেন্টেড রিয়েলিটির ফলে আমাদের বিনোদন যেমন গান শোনা বা টিভি দেখা—এগুলোতেও মৌলিক পরিবর্তন আসবে। অগমেন্টেড রিয়েলিটি দিয়ে রান্নাঘরে ইনডাকশন চুলা জ্বালানোর মতো কাজ করা যাবে। সঙ্গে সঙ্গে রান্নার কৌশলও দেখা যাবে। এ ছাড়া বসতবাড়িতে মানবাকৃতির রোবট থাকবে। তারা রান্না, ঘর পরিষ্কার ও শিশুর দেখভাল করবে। টেসলা এবং ওয়ানএক্সের মতো প্রতিষ্ঠান এমন রোবট আনতে কাজ করছে

২০৫০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়ির বাসিন্দার চাহিদা অনুমান করে সে অনুযায়ী কাজ করবে। এখন যে রকম সুইচ এবং বোতাম দেখা যায়, সেগুলো চলে যাবে ভয়েস কমান্ড এবং নাড়াচাড়ার দখলে। প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য বাড়িতে ব্যক্তিগত এআই সিস্টেম থাকবে
২০৫০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়ির বাসিন্দার চাহিদা অনুমান করে সে অনুযায়ী কাজ করবে। এখন যে রকম সুইচ এবং বোতাম দেখা যায়, সেগুলো চলে যাবে ভয়েস কমান্ড এবং নাড়াচাড়ার দখলে। প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য বাড়িতে ব্যক্তিগত এআই সিস্টেম থাকবে

প্রযুক্তিকেন্দ্রিক বাড়ি অপারেটর কুইন্টেন লিভিংয়ের ডিজিটাল প্রযুক্তি প্রধান মাইক রাল্ফস বলছেন, ভবিষ্যতের বাড়ির দেয়ালগুলো ভার্চ্যুয়াল যোগাযোগ বা তথ্য প্রদর্শনের জন্য বিশেষ ইন্টারঅ্যাকটিভ পর্দা হিসেবেও কাজ করবে। রাল্ফসের বিশ্বাস, বাড়ির ভৌত কাঠামোতে সৌর প্যানেলের মতো উন্নত নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি ব্যবহৃত হবে। ফলে ভবিষ্যতে বাড়ি থেকে বৈদ্যুতিক গ্রিডে বিদ্যুৎ যোগ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ছাপ ভবিষ্যতের বাড়িজুড়ে থাকবে
প্রযুক্তিকেন্দ্রিক বাড়ি অপারেটর কুইন্টেন লিভিংয়ের ডিজিটাল প্রযুক্তি প্রধান মাইক রাল্ফস বলছেন, ভবিষ্যতের বাড়ির দেয়ালগুলো ভার্চ্যুয়াল যোগাযোগ বা তথ্য প্রদর্শনের জন্য বিশেষ ইন্টারঅ্যাকটিভ পর্দা হিসেবেও কাজ করবে। রাল্ফসের বিশ্বাস, বাড়ির ভৌত কাঠামোতে সৌর প্যানেলের মতো উন্নত নবায়নযোগ্য শক্তির প্রযুক্তি ব্যবহৃত হবে। ফলে ভবিষ্যতে বাড়ি থেকে বৈদ্যুতিক গ্রিডে বিদ্যুৎ যোগ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ছাপ ভবিষ্যতের বাড়িজুড়ে থাকবে

মেকিং এনার্জি গ্রিনারের ব্যবস্থাপনা পরিচালক রেবেকা আমস্ট্রং বলছেন, ভবিষ্যতের বাড়িগুলো হবে গাছ এবং পাতায় পরিপূর্ণ। এমনকি খাদ্যও উৎপাদিত হবে। সৌর প্যানেল সৌর ছাদের টাইলস হিসেবে কাজ করবে। বাড়ির জানালায় সৌর উদ্ভাবন যুক্ত হবে। সূর্যের আলো ব্যবহার করে জানালা বিদ্যুৎ উৎপন্ন করবে। ফলে বসতবাড়িও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে
মেকিং এনার্জি গ্রিনারের ব্যবস্থাপনা পরিচালক রেবেকা আমস্ট্রং বলছেন, ভবিষ্যতের বাড়িগুলো হবে গাছ এবং পাতায় পরিপূর্ণ। এমনকি খাদ্যও উৎপাদিত হবে। সৌর প্যানেল সৌর ছাদের টাইলস হিসেবে কাজ করবে। বাড়ির জানালায় সৌর উদ্ভাবন যুক্ত হবে। সূর্যের আলো ব্যবহার করে জানালা বিদ্যুৎ উৎপন্ন করবে। ফলে বসতবাড়িও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে

 ২০৫০ সালের বাড়িতে দেয়াল হয়ে যেতে পারে টিভি।
২০৫০ সালের বাড়িতে দেয়াল হয়ে যেতে পারে টিভি।

সূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com