গাড়ি থেকে নামার সময়ে শক্ত করে গাড়ির দরজাটা ধরে রাখা ভাল— এমন সাবধানবাণী প্রায়শই উড়ে আসছিল ইন্টারনেট, বন্ধুবান্ধবের কাছ থেকে। কথাটা খানিক হেসে উড়িয়েই দিয়েছিলাম। কিন্তু সত্যিটা মালুম হল আইসল্যান্ডের রাস্তায় ঘোরার সময়ে, প্রতি পদে। এখানে হাওয়ার তেজ এতটাই বেশি, গাড়ি থেকে নেমে তক্ষুনি দরজা বন্ধ না করলে তা খুলে বেরিয়ে যেতে পারে হিঞ্জ থেকে!
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সারাটা জীবন ঘুরে বেড়িয়েছি দেশ-বিদেশের নগর-শহর-প্রান্তরে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছে আত্মসমর্পণটা খানিক বেড়েই গিয়েছে। তাই শহর নয়, দুর্গম প্রকৃতি এখন টানে ঢের বেশি। সপরিবার আইসল্যান্ড বেড়াতে যাওয়ার পোকা মাথায় চাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই অনেকের কাছ থেকে এসেছিল নিষেধাজ্ঞা। একে দুর্গম, তায় খরচটাও বেশ অনেক। তবু প্রকৃতি যখন ডাক দেয়, তখন সব ছেড়ে তার হাতছানিতে বেরিয়ে পড়াটাই দস্তুর। চিকিৎসক হওয়ার দরুন স্বাস্থ্যসচেতন ছিলামই। সঙ্গে চলেছে বছরভর পরিকল্পনা। আশ্চর্যের কথা, আমার ই-মেল মারফত সে দেশে বেড়াতে যাওয়ার ইচ্ছের কথা জানতে পেরে, আইসল্যান্ড সরকার থেকে সে দেশ ভ্রমণের পুস্তিকা এসে পৌঁছল দ্রুত, তা-ও বিনামূল্যে।