শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

হোমদারা ভিলেজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
বিগত কয়েকবছরে ভ্রমণপ্রেমীদের তালিকায় উঠে এসেছে উত্তরবঙ্গের বেশ কিছু অফবিট এলাকা। রোজকার জীবনের ব্যস্ততা ভুলে শুধু পাহাড় আর প্রকৃতির কোলে কয়েকদিন কাটাতে চাইলে আপনার ঠিকানা হতেই পারে হোমদারা ভিলেজ। শিলিগুড়ি থেকে প্রায় ৯৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। কালিম্পং থেকে ৬৮ কিমি এবং দার্জিলিং থেকে ৪২ কিলোমিটার প্রায়। এখানে নেই দূষণ, আওয়াজ ও বিজ্ঞাপনের হোর্ডিং। তাই পাহাড়ের নির্জন, শান্ত, স্নিগ্ধ পরিবেশ দুই-তিনদিন অনায়াসেই কেটে যাবে। সঙ্গে অপরূপ দৃশ্যপট একদম ফ্রি।
যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের হতাশ করবে না পাহাড়ি ঘেরা এই গ্ৰাম। শান্ত, নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হোমদারা ভিলেজ। গ্রামের কয়েকটি হোম-স্টে রয়েছে এখানে। ফলে অযথা হোটেলের ভিড়ভাট্টা নেই। পাহাড়ি ঘেরা এই উপত্যকায় প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। আবহাওয়া পরিষ্কার থাকাকালীন কাঞ্চনজঙ্ঘা হোমস্টের বারান্দা থেকে এবং ব্যালকনি থেকেই সরাসরি দেখতে পাবেন। কয়েকটি দিন শান্তিতে প্রকৃতির মাঝে কাটিয়ে যান, সাথে পেয়ে যাবেন হোমস্টের উষ্ণ আতিথেয়তা সুস্বাদু খাবার, চাইলে স্থানীয় অর্গানিক ওয়াইনও পেয়ে যাবেন, কথা দিলাম ভালো লাগবেই।
★ হোমস্টের খরচ-খরচা —–
@১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ-(নূন্যতম চারজন একটি রুমে)।
দ্রষ্টব্য:~ (সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হবে)!
★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৩৮০০/- টাকা মতো খরচ পরতে পারে।
★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★
Booking contact details
Call:~ 9123367093
WhatsApp:~ 7278818206
𝐄𝐦𝐚𝐢𝐥:~ [email protected]

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com