শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

গ্রিসে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের জন্য সুখবর

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

গ্রিসে বসবাসরত পাসপোর্টবিহীন অনিয়মিত বাংলাদেশিদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনা সম্ভব হবে।

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এক বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। সেখানে আগ্রহী বাংলাদেশিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য জানানো হয়। এই সুযোগ সীমিত সময়ের জন্য বলবৎ থাকবে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে। এ জন্য আগ্রহী সবাইকে দ্রুত আবেদন করার অনুরোধ করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের চলমান নিয়মিতকরণ প্রক্রিয়ায় আনার লক্ষ্যে পাসপোর্টবিহীন গ্রিসপ্রবাসীদের পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত হয়। এতে দূতাবাসের আশ্বাসে বিশ্বাসী প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।

আবেদনবারী প্রবাসীদের হাতে লেখা পাসপোর্টের অনুলিপি বা জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র বা  জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com