শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

‘বাচনিক’-এর বৈশাখী আনন্দ আয়োজন “এ জীবন পুণ্য করো”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

টরন্টো, কানাডার প্রসিদ্ধ আবৃত্তি সংগঠন “বাচনিক” – এর বৈশাখী আনন্দ আয়োজন “এ জীবন পুণ্য করো” অনুষ্ঠিত হলো রবিবার, এপ্রিল ৩০, ২০২৩, বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির ১৬ডোম এভিনিউস্থ অডিটরিয়ামে।

আবৃত্তি, গান, নাটিকা, নাচ, ফ্যাশান শো, জামিল বিন খলিলের ছড়ায় ছড়ায় নির্দিষ্ট গুণের মানুষ নির্বাচন, ছোট্ট নির্বাচন কমিশনের পরিচালনায় উপস্থিত দর্শকের ভোটে বছরের রাজকুমার ও রাজকুমারী নির্বাচন এবং ইত্যাকার নানাবিধ হাস্যরসাত্মক আয়োজনের জন্য বৈশাখী অনুষ্ঠান ভিন্ন রকম এক আনন্দময় সময় উপহার দিয়েছে।

বাচনিকের ঘরোয়া আয়োজন আমন্ত্রিত সকলেই উপভোগ করেছেন। সুন্দর উপস্থাপনা করেছেন ফারহানা আহমেদ ও ফ্লোরা নাসরীন ইভা। মামুনুর রশিদের সাউন্ড সিস্টেমে দক্ষতা অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। সাথে “বৈশাখী আয়োজনে” অনেক অনেক রকম বাঙ্গালী খাবার-পিঠা, মোয়া, নাড়ু, পান্তা ভাত, গরম ভাত, মাছ, মাংস, সব্জি, ডাল, নানা রকম ভর্তা, ভাজি, চাটনি, আচার, দই বড়া, রসগোল্লা, ছানা সন্দেশ, তরমুজ, আর সারা দিন চা ও কফি।

প্রবাসী কবি, আবৃত্তিকার, লেখক, অভিনেতা- অভিনেত্রী, শিশু-কিশোর, সকলের সাথে উপস্থিতদর্শকদের সুন্দর সময় কাটে।

মেরী রাশেদীনের নেতৃত্বে বাচনিক পরিবারের আন্তরিকতা ও আতিথেয়তায় এবছরে বৈশাখী আনন্দ আয়োজন “এ জীবন পুণ্য করো” এক স্মরণযোগ্যচিরস্থায়ী অনুভূতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com