বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, পবিত্র শবে বরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের সরকারি ছুটি। তাই এ সময়কে আনন্দময় করতে সিলেটে নেমেছিল পর্যটকের ঢল। সৌন্দর্যের জন্য সুপরিচিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা পর্যটনকেন্দ্র জাফলং। সুউচ্চ সবুজ পাহাড়ের পাদদেশে সুন্দরতম পাহাড়ি পিয়াইন নদ। শুকনা সময়ে এ নদে পানি কম থাকে। নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে সারা দেশ থেকে পরিবার-পরিজন নিয়ে জাফলংয়ে এসেছেন পর্যটকেরা। আনন্দ ভ্রমণে বাদ যায়নি কোলের শিশুও। সিলেট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ পর্যটনকেন্দ্রে যেকোনো উৎসব বা ছুটিতে একটানা পর্যটকদের ঢল থাকে। বিপুলসংখ্যক পর্যটকের উপস্থিতিতে সিলেটের পর্যটনে প্রাণ ফিরেছে।