ইতালিয়ান সিটিজেন তথা ইতালিয়ান পাসপোর্ট পেতে কি কি ডকুমেন্টস লাগবে:
কিছু দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন হয়েছে সে সম্পর্কে। তারপর অনেকেই জানতে চেয়েছেন ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার আবেদন করতে সর্বোপরি কি কি ডকুমেন্টস লাগে? এই লেখার পরে আশা করি আর কাওকে প্রশ্ন করতে হবেনা যে কি কি লাগে।
নিচে পরিপূর্ণ একটি লিস্ট দেয়া হলো:
১) জন্ম সার্টিফিকেট: বাংলাদেশ থেকে জন্ম সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে। মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাস্টেট করাতে হয়।
২) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট: বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করে আনতে হবে। মনে রাখতে হবে ইতালিয়ান এম্বাসি থেকে লেগালাইজেশন করার আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাস্টেট করাতে হয়।
৩) কার্তা দি আইদেন্তিতার কপি।
৪) পেরমেসসো দি সোজর্ণ কপি।
৫) পোস্ট অফিসে পে করা ২৫০ ইউরো জমার রশিদ কপি।
৬) শেষ তিন বছরের রেদ্দিতো কপি।
৭) বাদান্তে বা ডোমেস্টিক কাজের কন্ট্রাক্ট হলে এস্ট্রাত্তো রেত্রিবোতীবো ইনপ্স কপি।
৮) আসিলো পলিটিকো পাসপোর্ট হলে আসিলো অফিস থেকে একটি সার্টিফিকেট কপি।
৯) কার্তা সোজর্ণ না থাকলে ইতালিয়ান ভাষার সার্টিফিকেট B1 কপি।
১০) একটি মার্কা দা বল্লো ১৬ ইউরো।
উল্লেখ্য স্টরিকো দি রেসিডেন্সা এবং ইস্টাত দি ফামিলিয়া হাতে লিখে আওতো চেরতিফিকাতো দিলেও চলে অথবা স্পিড আইডি দিয়ে জমা দেয়ার সময়ও অনলাইন থেকে নামিয়ে নেয়া যায়, তাই উপরে বলা হয়নি।
মনে রাখবেন ইতালিয়ান সিটিজেন তথা ইতালিয়ান পাসপোর্ট এর আবেদন প্রসেস কমপ্লিট হতে ৩৬ মাস সময় লাগবে।
সবার জন্য শুভ কামনা রইলো।
ইতালির সরকার ইতালিতে কর্মরত লক্ষাধিক অবৈধ অধিবাসির কথা বিবেচনা করে অধিবাসি আইনের কিছু পরিবর্তন এনেছে। পাশাপাশি ২০১২ সালের বাদ পড়ে যাওয়া বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া রেসিডেন্স পারমিটের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনের পর এবং সরকারি কোষাগারে ১০০০ ইউরো জমা দেওয়ার পর যদি কোন কারনে প্রতিষ্ঠান দেউলিয়া হয়, সেক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে নতুনভাবে নিয়োগপত্র সই করলেই ওয়াক পারমিট দেওয়া হবে।
জন্মসূত্রে নাগরিকত্ব:
যেই ইতালিতে জন্মগ্রহন করবে সেই ইতালির নাগরিক বলে বিবেচিত হবে। এছাড়া ইতালির অধিবাসিদের সন্তানদের এখানে ফ্রি পড়াশোনার সুযোগ দেওয়া হয়।
ইতালির দূতাবাসের ঠিকানা:
প্লট- ২/৩, রোড- ৭৪/৭৬
গুলশান, ঢাকা
ফোন- ০২৮৮২২৭৮১
দূতাবাস খোলা থাকে: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত(রোববার থেকে বৃহঃবার)ইমিগ্রেশন ভিসা
ইতালির ইমিগ্রেশন ভিসা