সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হবে কি? হলে নাম কি হবে?
উত্তরের সৈয়দপুর বিমানবন্দরটি আদৌ কি আন্তর্জাতিক হবে, নাকি আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠছে- এমন প্রশ্ন স্থানীয়দের মনে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী ঘোষণা দেন সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা হবে। ঘোষণার পর থেকে সৈয়দপুর বিমানবন্দরটি দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যে ৭০ ভাগ কাজ এগিয়েছে।
বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে এটির নাম প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়া অথবা প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের নামে করার দাবি জোরালো হচ্ছে।
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে দেশের সব বিমানবন্দরের চেয়ে বড় হবে। ৯১২ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে।
এ বিমানবন্দরে প্রতিদিন ১৫টি ফ্লাইট ওঠানামা করছে।