শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩

অবৈধভাবে প্রবেশ এবং বসবাস ও কাজ করার অনুমতি না থাকায় এক সপ্তাহে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির একটি সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ২৬ এপ্রিল সময়ে ১০ হাজার ৬০৬ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বসবাসের অনুমতি-সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫ হাজার ৬২০ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৩ হাজার ৮২৫ জন এবং কাজের অনুমতি-সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ১ হাজার ১৬১ জন গ্রেপ্তার হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হন ১ হাজার ৮৭ জন। তাঁদের মধ্যে ৭৪ ভাগ ইথিওপীয় এবং ২৫ ভাগ ইয়েমেনি। ১ শতাংশ অন্য দেশের নাগরিক।

আবার সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের সময় ২৯ জনকে আটক করা হয় এবং অবৈধ এসব অভিবাসীকে পরিবহন ও আইন লঙ্ঘনকারীদের মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয় আরও ১০ জনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com