শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

অজান্তেই পর্নো ছবির শুটিং করে ফেলেন মডেলরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Unknowingly, some new model-actresses acted in adult films. They don’t even realize when they are undressing in front of the camera. Thousands of talented people go door to door to the production company to become actors. These are the victims of such unpleasant incidents every day. Recently, a former ‘beauty queen’ fairy Paswan has made such a complaint.

Bollywood’s hometown is Mumbai, India. Numerous production companies have offices there. It is not easy to keep track of who is doing what. So many people make mistakes.

Complainant Beauty Queen said that some circles take advantage of this ‘not-knowing’. Those who run porn business in Mumbai.

সম্প্রতিই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কীর্তি প্রকাশ্যে এসেছে। অভিযোগ, রাজ এই পর্নো ছবিরই ব্যবসা ফেঁদে বসেছিলেন। অভিযোগকারিনীর পরিবারের দাবি, তিনি রাজেরই প্রযোজনা সংস্থার শিকার হয়েছিলেন।

২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন পরী পাসোয়ান। তার অভিযোগ, তার অজান্তেই তাকে দিয়ে পর্নো ছবির শ্যুটিং করানো হয়েছিল।

তিনি নিজে অবশ্য রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের জন্য ডাক পেয়ে মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থার দপ্তরে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় তার।

পরী জানিয়েছেন, সাক্ষাৎকারের আগে তাকে নরম পানীয় দেওয়া হয় প্রযোজনা সংস্থার দপ্তরে। তারপরের বেশ কয়েক ঘণ্টার কথা আর মনে নেই তার।

তবে ঠিক কী হয়েছিল, তা মনে করতে না পারলেও তার সঙ্গে যে মারাত্মক খারাপ কিছু হয়েছে তা বুঝতে পেরেছিলেন পরী। বিষয়টি বুঝে তিনি পরের দিনই স্থানীয় থানায় ঘটনাটি জানান এবং ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেন।

But by then it was too late. Offensive video of the fairy has gone viral.

The fairy was married a few days before the incident took place. Her husband Neeraj Paswan and other members of the in-laws’ family complained about the viral video.

The fairy, however, said she had no knowledge when the video was shot. His guess is that by mixing drugs in the drink, he was turned into a brainless body for a while.

So he cannot be blamed in this case. Because he is the victim of a planned evil of a cycle.

Source: Ananda bazar.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com