1. [email protected] : চলো যাই : cholojaai.net
ভাটিয়ারী লেকের রূপ বৈচিত্র
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
Uncategorized

ভাটিয়ারী লেকের রূপ বৈচিত্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে সৃষ্ট রূপ বৈচিত্রে ভরপুর ভাটিয়ারী লেকের স্বচ্ছ পানি, সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স এবং ভাটিয়ারী সান সেট পয়েন্টে সূর্যাস্তের দৃশ্য মনকে ভাল লাগার মূর্ছনায় ভরিয়ে তোলে। চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে ভাটিয়ারী লেক অবস্থিত। ভাটিয়ারী লেকটি দেখতে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলেছে। সূর্য্যের সোনালী আলো লেকের জলে প্রতিফলিত হয়ে যেন সোনার মত চকচক করে।

বর্ষাকালে ভাটিয়ারী লেক তার যৌবন ফিরে পায়, এ সময় লেকের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পায়। ভাটিয়ারী লেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নৌকায় চড়া এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে। আর সেনানিবাস এলাকায় অবস্থিত হওয়ায় ভাটিয়ারী লেকে পরিবার পরিজন নিয়ে ঘুরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার কোন সুযোগ নেই।

ভাটিয়ারী কিভাবে যাবেন

চট্টগ্রাম শহরের যেকোন জায়গা থেকে ভাটিয়ারী যাওয়ার জন্য সিএনজি অটো রিক্সা পাওয়া যায়। এছাড়াও চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ অলংকার সিটি গেইট এলাকা থেকে বাসে চড়ে ভাটিয়ারী যেতে পারবেন।

ঢাকা থেকে চট্টগ্রাম

ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, গ্রিন লাইন, ইউনিক, টি আর ট্রাভেলস, হানিফ, শ্যামলী, সোহাগ, এস আলম ইত্যাদি বিভিন্ন পরিবহনের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণী ভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া ৫০০ টাকা থেকে ১২০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশন হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া ঢাকা থেকে বেশকিছু এয়ারলাইন্স সরাসরি চট্টগ্রামগামী ফ্লাইট পরিচালনা করে থাকে।

কোথায় থাকবেন

রাত্রি যাপনের জন্য চট্টগ্রাম শহরে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। একটু যাচাই করে আপনার সুবিধামত হোটেলে নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারবেন।

কোথায় খাবেন

ভাটিয়ারিতেই খাওয়া দাওয়া করার জন্যে ক্যাফে আছে। চাইলে ভাটিয়ারির সানসেট পয়েন্টে বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন চারপাশের সৌন্দর্য। এছাড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খেতে চলে যেতে পারেন শহরের হোটেল জামান-এ। আর মেজবানি খাবারের জন্য চকবাজারে অবস্থিত “মেজবান হাইলে আইয়্যুন” রেস্তোরার বেশ নামডাক রয়েছে। এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে নানা রেস্টুরেন্ট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com