অবৈধভাবে বসবাস ও মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কুয়েত থেকে এসব প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।
কুয়েতের নিরাপত্তা বিভাগ ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের মতে, রেসিডেন্সি মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন লঙ্ঘন ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এসব প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।