প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় ঐতিহ্য আর নির্মল গঙ্গার পানি। Land of Shiv ❤️ চষে বেড়ালাম এই দুটি জায়গা। এমন কিছু জায়গায় গিয়ে ছবি তুলেছি এবং ভিডিও করেছি যেখানে পুরো পাহাড়টাই ছিল অত্যন্ত ঢালু ও বিপদজনক। পা পিছলে গেলেই সব শেষ। যত্ন ও ভালবাসার কথা আর নাই বা বললাম, কাঁধে হাত দিয়ে পা ফেলতে পারো এমন ভরসার কথার মধ্য দিয়েই ঘুরে এলাম উত্তরাখান্ড।
ঋষিকেশ ভারতীয় রাজ্য উত্তরাখণ্ডের দেরাদুন জেলার একটি মহকুমা দ্বারা শাসিত হয়। উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত শহরটি হল “গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার” এবং “বিশ্বের যোগ রাজধানী” নামে পরিচিত। এটি হরিদ্বার শহরের ২১ কিমি উত্তরে এবং রাজ্যের রাজধানী দেরাদুন থেকে ৪৫ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত। ঋষিকেশ তীর্থস্থান শহর হিসাবে পরিচিত এবং হিন্দুদের জন্য অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। উচ্চতর জ্ঞানের সন্ধানে ধ্যান করার জন্য প্রাচীন কাল থেকেই হিন্দু ঋষি ও সাধুরা ঋষিকেশে যান।
২০১৫ সালে ভারতের মধ্যে প্রথম ঋষিকেশ ও হরিদ্বারকে “যমজ জাতীয় ঐতিহ্যের শহর” খেতাব দেওয়া হয়। স্থানটির ধর্মীয় গুরুত্বের কারণে ঋষিকেশে আমিষ খাবার ও অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ। শহরটি ১৯৯৯ সাল থেকে মার্চের প্রথম সপ্তাহে বার্ষিক আন্তর্জাতিক যোগ উৎসবের আয়োজন করে।
লেখক : সংবাদ পাঠক ও অভিনেত্রী