ন্দরবান সংবাদদাতা: পার্বত্য জেলা বান্দরবানের সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে গেছে অসংখ্য ঝর্ণা। যা মুগ্ধ করে দর্শনার্থীদের। এসব ঝর্ণা দেখতে আর তার জলপ্রবাহে ভিজতে ছুটে আসেন হাজারও পর্যটক। তবে পাহাড়ী পথ দুর্গম ও অনিরাপদ হওয়ায় ভোগান্তি পোহাতে হয় অনেক সময়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভ্রমণ সহজ করার কাজ চলছে।
বান্দরবানের যে দিকে চোখ যায়, শুধু পাহাড় আর পাহাড়। আর এসব পাহাড়ের গায়ে রয়েছে দৃষ্টিনন্দন অসংখ্য ঝর্ণা। এর মধ্যে রয়েছে বান্দরবান জেলা সদরের ঝুরঝুরি ঝর্ণা এবং রুমা উপজেলার রিজুক, চিড়িং, জোড়া, তিনাপ ও সাইতার ূঝর্ণা। থানছি উপজেলার বাকলাই, কুমারী, নাফাকুম আর আলীকদম উপজেলায় রুপমহুরী, ওয়াংপাসহ অসংখ্য নাম না জানা ঝর্ণা।
বর্ষা শুরু হলে ঝর্ণাগুলোর রূপ আরও ছড়িয়ে পড়ে। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এসব ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানে ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষ। তবে পাহাড়ী পথ দুর্গম ও অনিরাপদ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
স্থানীয়রা বলছেন, পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে পারলে এখানে পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে। লাভবান হবে স্থানীয় অর্থনীতি।
বান্দরবানের ঝর্ণার স্পটগুলোকে সাজানোর এবং সেখানে যাতায়াত নিরাপদ করার কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে আরো জোরালো ভূমিকার প্রত্যাশা করেন পর্যটক ও স্থানীয়রা।