যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট-থ্রি
পদসংখ্যা: ১
যোগ্যতা: নৃবিজ্ঞান/পাবলিক হেলথ/পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে গবেষণা ও গবেষক দলে সমন্বয়কের ভূমিকায় তিন বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ রিসার্চে অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, কোয়ালিটেটিভ প্যাকেজ ও স্ট্যাটিসটিক্যাল কম্পিউটার প্যাকেজের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে ভালো। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক বেতন ১,০৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৩
Like this:
Like Loading...