বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে তীব্র শ্রমশক্তির ঘাটতি দেখা দিয়েছে। সে জন্য তারা দক্ষ অভিবাসী কর্মী নিতে চায়। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির স্থানীয় নিয়োগ সংস্থা ট্যালেন্টেড সলিউশনের কর্মকর্তা সাকু তিহভরেনেন।
ফিনল্যান্ডে এখন কর্মক্ষম অভিবাসী দরকার জানিয়ে তিনি বলেন, আর এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দেশে বয়স্ক মানুষের সংখ্যা ব্যাপকহারে বাড়তে থাকায় সৃষ্ট ঘাটতি পূরণের জন্য কর্মক্ষম মানুষ দরকার।
সাধারণত ইউরোপের অধিকাংশ দেশেই জন্মহার কম। ফিনল্যান্ডও এর ব্যতিক্রম নয়। ফলে সেটির প্রভাব দেশটিতে বেশ ভালোভাবেই পড়েছে। খবর প্রকাশ করেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
জাতিসংঘের তথ্যানুসারে, ফিনল্যান্ডে কর্মজীবী মানুষের প্রতি ১০০ জনের মধ্যে ৪০ জনের বয়সই ৬৫ ঊর্ধ্ব। অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই বৃদ্ধ। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে জাপান।
ফিনল্যান্ডের সরকার বলেছে, জনসেবা ও ক্রমবর্ধমান পেনশন ঘাটতি মেটাতে অভিবাসী শ্রমিক দ্বিগুণ করতে হবে।
বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় জীবনযাত্রার মান, স্বাধীনতা, লিঙ্গ সমতার ক্ষেত্রে সবচেয়ে বেশি স্কোর নিয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে ফিনল্যান্ড। দেশটি অভিবাসীদের নিকটও অন্যতম আকর্ষণীয়।