বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

কোথায় যাবেন হানিমুনে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

বিয়ের পর নতুন দম্পতিরা নিভৃতে সময় কাটাতে হানিমুনে যাবার একটা প্রথা রয়েছে। নতুন জীবনে প্রবেশ, এবং নতুন দাম্পত্য শুরু করার আনন্দের মুহূর্তে হানিমুনের পরিকল্পনা করতে দেরি করবেন না। হানিমুনের জন্য সেরা রোম্যান্টিক গন্তব্য স্থান কোনটি সেটা জানতে আমাদের এই আয়োজন।

কক্সবাজার

নব দম্পতিদের জন্য কক্সবাজার একটি জনপ্রিয় হানিমুন গন্তব্যস্থল। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার৷ কক্সবাজার শহরের লাবনী ও সুগন্ধা সৈকত ছাড়াও মেরিন ড্রাইভে আছে হিমছড়ি, ইনানী, শামলাপুর এবং হাজামপাড়া।

তবে কক্সবাজার এখানেই সীমাবদ্ধ নয়। নব দম্পতিরা এখানে আসেন আনন্দ ও রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করতে। আর এরজন্যই এখানে অনেকগুলো ভালো ও মাঝারি মানের হোটেল ও রিসর্ট রয়েছে। যেখানে পর্যটন সম্পর্কিত সমস্ত সুবিধা রয়েছে। এখানে সারা বছর প্রচুর পর্যটকেরা আসে। আর এরজন্যই কক্সবাজারকে পর্যটকদের শহর বলা হয়।

সিলেট

Visit Sylhet - A visitor guide to greater Sylhet

সিলেট বাংলাদেশের উওর-পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং-এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বার বার।জীব বৈচিত্রে ভরা লাউয়াছড়া জাতীয় উদ্যানও বৃহত্তর সিলেটের মধ্যে৷

বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় চারিদিকে চোখে পড়বে শুধুই চা বাগান আর চা বাগান৷ পছন্দসই যে কোনো বাগানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখতে পারেন৷ পর্যটকদের থাকার জন্য গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল রিসোর্টও৷

রাঙ্গামাটি

5 Cheap Flights to Rangamati, Bangladesh - Tripadvisor

বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটনকেন্দ্র পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি। জেলার কৃষ্টি, সংস্কৃতি আর ইতিহাস সম্পর্কে ধারণা পেতে উপজাতীয় জাদুঘর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান রাজবনবিহার ছাড়াও এখানে আছে ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি চাকমা রাজার বাড়ি, পর্যটন কমপ্লেক্স, রিজার্ভ বাজার আর তবলছড়ি বাজার৷

কুয়াকাটা

Tradition of bangladesh: Kuakata Sea Beach

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা। পর্যটকদের কাছে “সাগর কন্যা” হিসেবে পরিচিত। এই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাওয়ার কারণে এ জায়গাটি বেশি জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷

সৈকতের পশ্চিম প্রান্তে আছে জেলে পল্লী৷ সৈকতের পশ্চিম পাশে নদী পার হলেই সুন্দরবনের শ্বাসমূলীয় বনাঞ্চল৷ এর নাম ফাতরার বন৷ পরিষ্কার -পরিচ্ছন্ন এই সমুদ্র সমুদ্রস্নান আর সাঁতারের জন্য আদর্শ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com