সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদী কারও কাছে লালাখাল, আবার কারও কাছে নীল নদ নামেই পরিচিত। পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদীর পানির রং নীল। মেঘালয় পাহাড়ের ঠিক নিচেই লালাখালের অবস্থান। খাসিয়া-জৈন্তা পাহাড় থেকে এ নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নদীর নীল স্বচ্ছ জল চোখে পড়ে। টানা তিন দিনের ছুটিতে নীল নদের কাছে ছুটে এসেছেন পর্যটকেরা।
সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে পাহাড়ি এই নদীতে এখন স্রোত নেই। নদীর চারপাশে ঘন জঙ্গলে নতুনের আহ্বান।
ঘাটে বাঁধা সারি সারি পর্যটকবাহী নৌকা। সেখান থেকে ৫৫০ টাকায় নৌকা ভাড়া করে ঘুরে বেড়ান পর্যটকেরা।স্থানীয় নৌকার মাঝিরা জানান শুকনা মৌসুমে পানির রং নীল থাকে।
বালু, স্বচ্ছ পানি আর পাহাড়ি জনপদ দেখতে তিন দিনের ছুটিতে পর্যটকেরা ছুটছেন নৌকায় করে।