এবার কিছুদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন দার্জিলিংয়ের একেবারে পাশের একটি ছোট্ট গ্রাম ঋষিহাট থেকে। ইতিমধ্যেই বেশিরভাগ মানুষের বহুবার দার্জিলিং থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে। তবে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী গ্রামগুলিও অসাধারণ সুন্দর। এখানে গেলেও মন চাইবে না বাড়ি ফিরে আসতে। প্রকৃতির মাঝে নিজের সমস্ত ক্লান্তি দুঃখ সবকিছু যেন হারিয়ে যাবে। খুঁজে পাবেন এমন এক শান্তি, যার তুলনা কোন কিছুর সাথে হতে পারে না। নবকুমারের ভাষায় তখন আপনারও বলতে ইচ্ছে করবে ‘আহা কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিবানে নয়’। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব অথবা একা যে কোনভাবেই এই জায়গায় ভ্রমন করতে খুবই ভালো লাগবে। এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পরবর্তী ছুটিতে অবশ্যই ঘুরে আসুন ঋষিহাট থেকে-
ট্রেনের নাম | স্টেশন থেকে ছাড়া হবে | ট্রেন ছাড়ার দিন, সময় | গন্তব্য স্টেশন | সাধারণ ভাড়া |
নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস | হাওড়া | বুধবার বাদে প্রতিদিন, ভোর ৫:৫৫ | নিউ জলপাইগুড়ি | পরিবর্তনশীল |
পুরি-কামাক্ষা এক্সপ্রেস | হাওড়া | রবিবার সকাল ৭:৩০ | নিউ জলপাইগুড়ি | ১৮০ টাকা |
নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস | হাওড়া | রবিবার বাদে প্রতিদিন, দুপুর ২:২৫ | নিউ জলপাইগুড়ি | পরিবর্তনশীল |
সরাইঘাট এক্সপ্রেস | হাওড়া | প্রতিদিন, দুপুর ৩:৫৫ | নিউ জলপাইগুড়ি | ১৯৫ টাকা |
কামরূপ এক্সপ্রেস | হাওড়া | সোমবার এবং শুক্রবার, বিকেল ৬:৩০ | নিউ জলপাইগুড়ি | ১৮০ টাকা |
কামরূপ এক্সপ্রেস | হাওড়া | মঙ্গলবার এবং শুক্রবার বাদে, বিকেল ৬:৩০ | নিউ জলপাইগুড়ি | ১৮০ টাকা |
পাহাড়িয়া এক্সপ্রেস | হাওড়া | শনিবার বাদে প্রতিদিন, রাত ১০:০০ | নিউ জলপাইগুড়ি | ১৮৫ টাকা |
শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস | শিয়ালদা | সোম বুধ এবং শনিবার, ভোর ৬:৩৫ | নিউ জলপাইগুড়ি | ১৮৫ টাকা |
আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস | শিয়ালদা | রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার, ভোর ৬:৩৫ | নিউ জলপাইগুড়ি | ১৮৫ টাকা |
তিস্তা তোর্সা এক্সপ্রেস | শিয়ালদা | প্রতিদিন, দুপুর ২:৪৫ | নিউ জলপাইগুড়ি | ১৮৫ টাকা |
উত্তরবঙ্গ এক্সপ্রেস | শিয়ালদা | প্রতিদিন, সন্ধ্যে ৭:৪০ | নিউ জলপাইগুড়ি | ১৮৫ টাকা |
দার্জিলিং মেল | শিয়ালদা | প্রতিদিন, রাত ১০:০৫ | নিউ জলপাইগুড়ি | ২০০ টাকা |
পদাতিক এক্সপ্রেস | শিয়ালদা | প্রতিদিন, রাত ১১:২০ | নিউ জলপাইগুড়ি | ২০০ টাকা |