শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আবিদা হোসেন।

গত শনিবার দুবাই হোটেল ইন্টারকন্টিনেনটালে আয়োজিত ‌‘উইমেন্স গ্লোবাল কনফারেন্স’ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন আয়োজকরা।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় আবিদা হোসেন বলেন, এই পুরস্কার তাকে সেবামূলক ও কল্যাণধর্মী সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে। তার দেখাদেখি অন্য নারীরাও এতে উৎসাহিত হবেন।

একই অনুষ্ঠানে বিশ্বের আরও ২৫ নারী এই সম্মাননা লাভ করেন। সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

এর মধ্যে ইউএইর ঐতিহ্য ও সাংস্কৃতিক দূত হালিমা আবদুল্লাহ রাশেদ, আমিরাতের প্রথম এভিয়েশন ইঞ্জিনিয়ার ড. সোয়াদ আল সামছি, আমেরিকান এথলেটিক্স মেডিকেল সেন্টারের পরিচালক ড. সানা সাজান, আমিরাত এনভায়রনমেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা হাবিবা আল মারাশি, চিত্রশিল্পী ও ফ্যাশন ডিজাইনার সুলতানা কাজিম, টিভি উপস্থাপিকা রানিয়া আলি, মোটিভেশনাল বক্তা মাইথা আল বালুশি অন্যতম

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com