নিজস্ব প্রতিবেদন : বছরের পর বছর ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) বিভিন্ন ব্যবসায়ী নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষ করে ভারতে টেলিকম ব্যবসায় অর্থাৎ Jio থেকে ব্যাপক মুনাফা লাভের পর সংস্থার তরফ থেকে বিভিন্ন দিকে তাদের ব্যবসা আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই এবার রিলায়েন্স নামতে চলেছে সফট ড্রিংকস-এর ব্যবসায়।
শুধু পরিকল্পনা নয়, পরিকল্পনার পাশাপাশি ইতিমধ্যেই রিলায়েন্সের তরফ থেকে ২২ কোটি টাকার চুক্তি সেরে ফেলা হয়েছে। এই চুক্তি করা হয়েছে দিল্লির পিওর ড্রিংকস নামে একটি গ্রুপের সঙ্গে। শুধু তাই নয় এই চুক্তির ফলে এখন কোল্ড ড্রিঙ্কস অনেক সস্তায় পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আর এই চুক্তি কোকাকোলা, পেপসিকোকে সহ অন্যান্য সংস্থাগুলির মাথায় হাত ফেলতে পারে।
পিওর গ্রুপের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী রিলায়েন্সের যে সকল আউটলেট রয়েছে সেই সকল আউটলেটে পাওয়া যাচ্ছে ক্যাম্পা কোলা। যে দরে এই ক্যাম্পা কোলা দেওয়া হচ্ছে তাকে অনেকেই Jio 2 বলে ডাকতে শুরু করেছেন।
ক্যাম্পা কোলাকে Jio 2 নামে ডাকার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণ যখন জিও লঞ্চ করেছিল সেই সময় দেখা গিয়েছিল গ্রাহকদের সংস্থার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। পরে সেই বিনামূল্যের পরিষেবায় মূল্য যোগ হয়, যদিও সেই মূল্য একেবারেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের মধ্যে থাকে।
ক্যাম্পা কোলার ক্ষেত্রেও একই রকম পথ বেছে নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। Jio Mart-এ ক্যাম্পা কোলার দু’লিটারের বোতলের দাম রয়েছে ৪৯ টাকা। যেখানে Coca-Cola ১.৭৫ লিটারের বোতলের নাম নেয় ৭০ টাকা। অন্যদিকে পেপসির ২.২৫ লিটার বোতল বিক্রি হচ্ছে ৬৬ টাকায়।