1. [email protected] : চলো যাই : cholojaai.net
বিশ্ববিদ্যালয়ে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
Uncategorized

বিশ্ববিদ্যালয়ে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

কানাডার অনেক বিশ্ববিদ্যালয়েই আগামী সেপ্টেম্বরে শ্রেণিকক্ষে ফিরতে কোভিড-১৯ ভ্যাকসিন সনদ বাধ্যতামূলক নয়। প্রথম সারির অনেক বিশ^বিদ্যালয় এরই মধ্যে বলে দিয়েছে যে, ভ্যাকসিন নেওয়ার পক্ষে শিক্ষার্থীদের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা আরোপের কোনো ইচ্ছা তাদের নেই।

কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় আছে। ম্যাকগিল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচারের প্রধান এন্ড্রু কির্ক বলেন, অনেক ধরনের মতামত আছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। কিছু শিক্ষকের যুক্তি ল্যাবরেটরি ও পাঠকক্ষে ফেরার আগে শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া জরুরি। অনেকে আবার বলছেন, যেহেতু তারা নিজেরো ভ্যাকসিন নিয়েছেন এবং সংক্রমণের ব্যাপারে যথেষ্ট সতর্ক আছেন তাই শিক্ষার্থীদের ভ্যাকসিন সনদ দেখানোর প্রয়োজন নেই।

ম্যাকগিল ইউনিভার্সিটির একজন মুখপাত্র সিন্থিয়া লি বলেন, বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা সবাই ফলের আগেই ভ্যাকসিন নেবেন বলে ধারণা করছেন তারা। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ফেরার আগে শিক্ষার্থীদের ভ্যাকসিনের স্বপক্ষে প্রমাণপত্র দেখাতে হবে বলে মনে করছি না আমরা।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াসহ অনেক বিশ^বিদ্যালয়ই শ্রেণিকক্ষে ফিরতে শিক্ষার্থীদের ভ্যাকসিনের স্বপক্ষে প্রমাণপত্র হাজিরের প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ প্রাপ্ত বয়স্ক সব শিক্ষার্থীই ভ্যাকসিন নেওয়ার যোগ্য। তবে শ্রেণিকক্ষে ফিরতে ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক নয়।

বিশ^বিদ্যালয়ের শিক্ষা সহায়কদের প্রতিনিধিত্বকারী সংগঠন সিইউপিই ২২৭৮ এর প্রধান জিলিয়ান গ্লাস বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ইউনিয়নের সঙ্গে আলোচনা করবে বলে আমরা আশা করছি।

তবে ইউনিভার্সিটি অব টরন্টো এ ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় রয়েছে। বিশ^বিদ্যালয়ের মুখপাত্র কার্ল ওজকভোস্কি বলেন, অন্টারিওর সব পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার চিন্তা-ভাবনা চলছে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে প্রদেশের নির্দেশিকা নিয়ে কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com