1. [email protected] : চলো যাই : cholojaai.net
সুইডেনে যাওয়ার সহজ উপায়
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
Uncategorized

সুইডেনে যাওয়ার সহজ উপায়

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১

সুইডেন একটি ‘স্ক্যান্ডিনেভিয়ান’ দেশ। স্ক্যান্ডিনেভিয়ান বলতে আমরা ৩টি দেশকে বুঝি। দেশগুলো হলো- ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন। অনেকে আবার ‘নর্ডিক কান্ট্রি’ বলে থাকেন। নর্ডিক কান্ট্রি বলতে আমরা ৫টি দেশকে বুঝি। দেশগুলো হলো- ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও আইল্যান্ড।

সুইডেন দক্ষিণ ইউরোপের সেনজেনভুক্ত ২৬টি দেশের একটি। দেশটির রাজধানী স্টকহোম। দেশটিতে প্রায় ১ কোটি ২ লাখের মতো মানুষ বসবাস করে। দাপ্তরিক ভাষা সুইডিশ। আয়তন প্রায় ৪ লাখ ৫০ হাজার বর্গ কিলোমিটার। মুদ্রার নাম সুইডিশ ক্রোনা। ১ সুইডিশ ক্রোনা বাংলাদেশি ১০ টাকার কাছাকাছি।

সুইডিশ হাইয়ার এডুকেশন অথরিটির তথ্যমতে, সুইডেনে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ৫০ হাজারের কাছাকাছি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রায় ৭-১০ হাজারের মতো নন ইউরোপিয়ান শিক্ষার্থী চীন, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, মেক্সিকো, কলম্বো ও বাংলাদেশ থেকে পড়াশোনা করছে। বাংলাদেশ বর্তমানে এশিয়ার মধ্যে সুইডেনে শিক্ষার্থী রফতানিতে তৃতীয় অবস্থানে রয়েছে। ভারত ও চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

sweden-in

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com