শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
Uncategorized

বাংলাদেশের পাঁচ তারকা হোটেল

  • আপডেট সময় বুধবার, ১২ মে, ২০২১

বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল রয়েছে ১৭টি। অথচ অসংখ্য হোটেল নিজেদের ‘পাঁচ তারকা’ দাবি করে থাকেন। এ কারণে পর্যটক ও গ্রাহকরা দ্বিধায় পড়ে যান, প্রশ্ন তোলেন ‘তারকা ট্যাগ’ নিয়ে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন এরই মধ্যে দেশের ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে। দেখে নিন সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেলগুলোর নাম ও ঠিকানা-

* হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ঠিকানা: ১০৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

* হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ঠিকানা: ১ নং মিন্টু রোড, ঢাকা-১০০।

* রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। ঠিকানা: এয়ারপোর্ট রোড, জোয়ারসাহারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

* ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঠিকানা: এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

* লা মেরিডিয়ান ঢাকা। ঠিকানা: ৭৯/এ বাণিজ্যিক এলাকা, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ছবি: সংগৃহীত

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ছবি: সংগৃহীত

* দ্য ওয়েস্টিন ঢাকা। ঠিকানা: প্লট নং ০১, সি ডব্লিউ এন, বি, রাস্তা-৪৫, গুলশান-২, ঢাকা।

* হোটেল সারিনা লিমিটেড। ঠিকানা: হাউজ নং ২৭, রোড নং ১৭, বনানী বা/এ, ঢাকা-১২১৩।

* রেনেসান্স হোটেল। ঠিকানা: প্লট নং-৩, ব্লক সিইএস-এফ, ৭৮ নং গুলশান এভিনিউ, ঢাকা।

* রেডিসন ব্লু বে ভিউ। ঠিকানা: এস এস খালেদ রোড, লালখান বাজার, চট্টগ্রাম।

* রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। ঠিকানা: জালিয়া পালং, ইনানী, উখিয়া, কক্সবাজার।

* সিগ্যাল হোটেল লিমিটেড। ঠিকানা: হোটেল-মোটেল জোন, কক্সবাজার বিচ, কক্সবাজার।

* ওশান প্যারাডাইস লিমিটেড। ঠিকানা: প্লট নং ২৮ ও ২৯, কলাতলী রোড, কক্সবাজার।

* সায়মন বিচ রিসোর্ট লিমিটেড। ঠিকানা: মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার।

* গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। ঠিকানা: রাধানগর, বালিশীর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

* মম ইন লিমিটেড। ঠিকানা: নওদাপাড়া রংপুর রোড, বগুড়া।

* হোটেল জাবীর প্যারাডাইস লিমিটেড। ঠিকানা: ১২৫৬, এম এম আলী রোড, যশোর-৭৪০০।

* দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। ঠিকানা: পুটিজুরী, বাহুবল, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com