আবহমানকাল থেকে বাঙ্গালী পর্যটন প্রিয়। পর্যটন বাঙ্গালীকে প্রলব্ধ করে দুনিয়ায় কিছু সুন্দর, যা কিছু মনোলোভা সবই মুহুর্তের মধ্যে দেখে ফেলতে, তার সৌন্দর্যটুকু উপলব্ধি করতে চায়। আজকে পর্যটনের অভাবনীয় উন্নতির ফলে বাঙ্গালীর পর্যটন স্পৃহাকে কেবল মাত্র স্বদেশেই নয় বরং স্বদেশের সীমানা পেরিয়ে বিদেশেও পাড়ি জমাতে প্রেরণা যোগায়। তাইতো দেশে বা বিদেশে যেখানে বেড়াতে যাবেন সেখানেই বাঙ্গালী নারী পুরুষের দেখা মিলবে।
অদম্য পর্যটন স্পৃহাকে চরিতার্থ করতে হলে সবার আগে আমাদের নির্বাচন করতে হবে কোথায় যাবো? কিভাবে যাবো? কখন যাবো? কি কি দেখতে পাবো? আর থাকবোই বা কোথায়? এসব প্রশ্নগুলির উত্তর গুলো পেতে “চলো যাই” নামে একটি ভ্রমন পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করেছি।
“চলো যাই” ম্যাগাজিন হবে ভ্রমন পিপাসুদের জন্য একটি ট্রাভেল গাইড। ভ্রমন পিপাসুরাই দেশ বিদেশ ঘুরবেন আবার তারাই লিখবেন। অর্থ্যাৎ তারাই হবেন লেখক বা লেখিকা এবং তারাই তুলবেন ছবি।
ধন্যবাদন্তে
বিশ্বাস ফজলুল হক
সম্পাদক
চলো যাই
অনলাইন ট্রাভেল ম্যাগাজিন
Leave a Reply