বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে লম্বা রানওয়ে। আর সেই রানওয়ে দিয়ে ২০২৫ সালের জুলাই থেকে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। এটা শুধু কক্সবাজারের জন্য না, পুরো বাংলাদেশের এভিয়েশন এবং ট্যুরিজম সেক্টরের জন্য বিশাল এক মাইলফলক।
নতুন ইন্টারন্যাশনাল ফ্লাইট, আধুনিক টার্মিনাল আর ফাস্ট গ্রোয়িং ট্রাভেল মার্কেট — সম্ভাবনাময় ট্র্যাভেল ও ট্যুরিজম সেক্টরে বাড়াচ্ছে কর্মসংস্থান, ব্যবসা আর বিনিয়োগের সুযোগ।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বহুগুণে বাড়বে। এতে আমাদের পর্যটনশিল্প যেমন এগিয়ে যাবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও আসবে নতুন গতি।
এদিকে বাংলাদেশের ট্রাভেল মার্কেটের ভলিউম দিন দিন বাড়ছে। এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর এবং অনলাইন বুকিং প্ল্যাটফর্মে কাজের সুযোগ যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোগের ক্ষেত্র।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালও খুব দ্রুত চালু হতে যাচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি এখন অভূতপূর্ব অগ্রগতির পথে। এই সম্ভাবনাময় ইন্ডাস্ট্রির অংশ হতে পেরে আমরা গর্বিত।
Like this:
Like Loading...