সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

যে দেশেই পড়াশোনা করতে যান না কেনো, হাতে কিছু অপশন রাখা সবসময়ই ভালো

  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
আপনি যে দেশেই পড়াশোনা করতে যান না কেনো, হাতে কিছু অপশন রাখা সবসময়ই ভালো। কারণ আপনি জানেন না আপনি যে দেশটাকে টার্গেট করে আগাচ্ছেন সেই দেশে হবে কি না।
প্ল্যান বি
ফিনল্যান্ডঃ এই দেশটা সব দিক দিয়ে ভালো। বিশেষ করে PR নিয়ে আপনার প্যারা নেওয়া লাগবে না। ফিনল্যান্ডে অনেক গুলো ভার্সিটি আছে। জয়েন্ট এপ্লিকেশন করতে ১০০ ইউরো লাগবে। সাধারণত প্রতি বছর জানুয়ারির ৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিছু ভার্সিটি যেমন Aalto University, University of Helsinki আবেদন প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়। এখানে দেখার বিষয় হলো ফিনল্যান্ডের টিউশন ফি অনেক। কিন্তু রেজাল্ট ভালো থাকলে ও ইন্টারভিউ ভালো হলে ৫০-১০০% পর্যন্ত স্কলারশিপ পাবেন। একটা বিষয় বলে রাখি ফিনল্যান্ডে এখন জব পাওয়া কঠিন। মিনিমাম ৮-১২ মাসের ব্যাকআপ নিয়ে যাওয়া উচিৎ।
ডেনমার্কঃ ডেনমার্কে পৃথিবীর সেরা কিছু ভার্সিটি আছে। তবে টিউশন ফি বিশেষ করে সাইন্সের সাবজেক্ট গুলোতে অনেক বেশি। যদি স্পাউস নিয়ে যেতে পারেন তবে টিউশন ফি নিয়ে প্যারা খেতে হবে না। দুইজন মিলে যা ইনকাম করবেন খুব সুন্দর করে চলতে পারবেন। তবে ফিনল্যান্ডের মত ডেনমার্ক ও এখন জব পাওয়া কঠিন হয়ে গেছে।
বেলজিয়ামঃ অনেকেই হয়তো বেলজিয়াম নিয়ে খুব বেশি কিছু জানে না, বা শুনে নি। কিন্তু ইউরোপীয় দেশ গুলোর মধ্যে বেলজিয়াম ও ভালো অপশন। ভার্সিটি ভেদে টিউশন ফি ৯০০-৫০০০ ইউরো। ডকুমেন্টস সব ঠিক থাকলে এমবাসি ভিসা নিয়ে প্যারা দেয় না। Ghent University, UHasselt, VUB দেখতে পারেন।
ইতালিঃ এক সময় ইতালি বেশ জনপ্রিয় ছিলো এবং অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে লেখাপড়া করার জন্য যেত। কিন্তু গত কয়েক বছর ভিসা রেশিও খুব খারাপ ছিলো। কিন্তু এবছর দেখলাম ভালোই ভিসা দিয়েছে। ইতালির অনেক ভার্সিটির টিউশন ফি কম এবং খুব কম খরচে ভালো সাবজেক্টে পড়তে পারবেন। রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপও পেয়ে যেতে পারেন। ইতালির ভার্সিটি গুলো ভালোই স্কলারশিপ দিয়ে থাকে।
চেক রিপাবলিকঃ জার্মানির পাশের এই দেশে বেশ কিছু ভালো ভার্সিটি আছে। আপনার যদি IT, Computer Science রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছে থাকে দেখতে পারেন। খুব কম খরচে মাস্টার্স শেষ করতে পারবেন এবং পড়া শেষে জব নিয়ে প্যারা খাওয়া লাগবে না। Masaryk University, Brno University of Technology, Czech University of Life Sciences দেখতে পারেন।
জার্মানিঃ এবার নরওয়েতে ২৫০+ স্টুডেন্ট যাচ্ছে। জার্মান এমবাসির ইন্টারভিউ কলের জন্য যদি এক বছর অপেক্ষা করতে না হতো তাহলে এই ২৫০ জনের মধ্যে হয়তো ১০০+ জার্মানি দৌড় দিতো। যদি এক বছর অপেক্ষা করতে পারবেন জার্মানি দেখতে পারেন।
নেদারল্যান্ডসঃ টাকা-পয়সা থাকলে নেদারল্যান্ডস দেখতে পারেন। দেশ, পড়ালেখার মান সবকিছুই ভালো কিন্তু টিউশন ফি আমার কাছে অনেক মনে হয়েছে।
আইসলেন্ডঃ এই দেশে খুব অল্প কয়েকজন বাংলাদেশি আছেন যারা মাস্টার্স লেভেলে লেখাপড়া করছেন। একাডেমিক রেজাল্ট ভালো হলে ও IELTS এ ৬.৫ থাকলে University of Iceland দেখতে পারেন। এই ভার্সিটিতে কোন টিউশন ফি নেই।
ফ্রান্সঃ ফ্রান্স এমবাসি ভিসা নিয়ে ভালোই প্যারা দেয়। কিন্তু ফ্রান্সের অনেক ভার্সিটিতে টিউশন ফি খুব কম, সেইসাথে স্কলারশিপও অফার করে। যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে ভিসা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। University of Paris-Saclay, Saint-Aubin, Université de Paris দেখতে পারেন।
সুইডেনঃ খুব সুন্দর এবং পরিপাটি একটা দেশ। সুইডেনের কিছু ভার্সিটি ওয়ার্ডের বেস্ট। একাডেমিক রেজাল্ট, IELTS স্কোর ভালো হলে চেষ্টা করে দেখতে পারেন। সাবজেক্ট রিলেটেড দুই বছরের জব এক্সপেরিয়েন্স থাকলে SI স্কলারশিপের জন্য ট্রাই করা যেতে পারে। এছাড়াও ভার্সিটি বা ডিপার্টমেন্টের বেশ কিছু স্কলারশিপ আছে। ভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন।
পোল্যান্ডঃ পোল্যান্ডে অনেক বাংলাদশি আছে। আগে অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে পোল্যান্ড যেতো। কারণ পোল্যান্ডের ভার্সিটি গুলোর টিউশন ফি অনেক কম। সেই সাথে জীবনযাপনের ব্যায় ও কম। পোল্যান্ডের জন্য University of Warsaw, Warsaw University of Technology দেখত পারেন।
一অপশন রাখা ভালো। তবে বেশি অপশন থাকলে আবার সমস্যা। যদি কোন প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে আমাকে নক দিতে পারেন।
All reactions:

190

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com