সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

৯৬ বছরেও যে দেশে জন্মায়নি কোনো শিশু

  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫

পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি। শুধু তাই নয়, দেশটিতে কোনো হাসপাতালও নেই।

ভাবতে পারেন একবিংশ শতাব্দীতে এসে বিশ্বের কোনো দেশে হাসপাতাল ছাড়া চলতে পারে? হ্যাঁ, এমন দেশটি হলো রোমান ক্যাথলিক ধর্মালম্বীদের দেশ ভ্যাটিকান সিটি।

যেটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।এই দেশে কোনো হাসপাতাল নেই এবং ৯৬ বছরে সেখানে একটি শিশুও জন্মগ্রহণ করেনি।

কিন্তু কেন?

১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ভ্যাটিকান সিটি ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক ও প্রশাসনিক সদর দফতর, যেখানে রোমান ক্যাথলিকদের ধর্মীয় নেতারা বাস করেন।

অসংখ্য অনুরোধ সত্ত্বেও আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল তৈরি করা হয়নি।দেশটিতে যদি কেউ গুরুতর অসুস্থ হন বা কোনো গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় তবে তাকে পাশের শহর রোম তথা ইতালি দেশে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসা শেষে ব্যক্তি নিজ দেশে ফিরে আসেন।

কেন হাসপাতাল নির্মাণ করা হল না?

হাসপাতাল না করার পেছনে অন্যতম একটি কারণ হল দেশটির আয়তন। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ১১৮ একর। এই দেশে যদি হাসপাতাল বানানো হয় তবে অনেকটাই জায়গা লাগবে। সেইজন্যই হাসপাতাল তৈরি করা থেকে বিরত থেকেছে বিশ্বের সবথেকে ক্ষুদ্র এ দেশ।

ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ৮০০ থেকে ৯০০, যার মধ্যে বেশিরভাগ যাজক এবং ধর্মীয় নেতারা।দেশটিতে ডেলিভারি রুম না থাকায় প্রায় এক শতাব্দী ধরে এখানে কোনো শিশু জন্ম নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com