সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ খুলনা অঞ্চলের দায়িত্বে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। রোববার সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত সুধিজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ভারতের সহকারী হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে এখন থেকে আবেদনের মাত্র আট দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানে আপনাদের সঙ্গে শারদীয় উৎসব উপভোগ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি অপনাদের অতিথি পরায়নতায় মুগ্ধ।

এ জন্য তিনি বানারীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের যে কোনো প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি ব্রিটিশবিরোধী আন্দলনের নেতা কুমোদ বিহারী গুহ ঠাকুরতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ-সদস্য ও পৌর মেয়রসহ মন্দির কমিটির নেতারা তাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর তিনি বানারীপাড়া বন্দরবাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও লোকনাথ মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. সুশান্ত শেখর বিশ্বাস, বন্দরবাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সভাপতি বিবেকানন্দ কুন্ডু, নতুন মুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, সম্পাদক বাবুল দাস, ব্যবসায়ী গৌরাঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক অধ্যাপক দেব কুমার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার ও সাংগঠনিক সম্পাদক রিপন বণিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com