নিজেরদর পরিকল্পনা অনুযায়ী ৬৭৫ দিনে ৬টি মহাদেশের ৩৩টি দেশের ৩০২টি স্থান ঘুরে বিশ্বের দীর্ঘ মধুচন্দ্রিমা যাপন করলেন তারা। আর এই ভ্রমণ করে রীতিমতো রেকর্ড করে ফেলেছেন তারা। দম্পতির এই বিশ্বভ্রমণের পরিকল্পনা অবশ্য একদিনে হয়নি। তারা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন যদি তারা কোনদিন সম্পর্কে আবদ্ধ হন তাহলে বিশ্বভ্রমণে যাবেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণতি পায়। বাগদান পর্ব সেরে নেয়ার পর বেশিদিন অপেক্ষা করেননি তারা, সেরে ফেলেন বিবাহপর্বও। আর তার পরেই নিজেদের সঞ্চয়ের সব টাকা নিয়ে হাতে হাত রেখে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে।
ওই দম্পতির কথায়, এই পৃথিবীর তুলনায় জীবন অনেক ছোট। তাই এক জায়গায় বসে থেকে সময় নষ্ট করার কোনো অর্থই হয় না।
৬৭৫ দিনের এই ভ্রমণের জন্য নিজেদের চাকরিও ছেড়েছেন তারা। এই সময়ের মধ্যে তারা প্রায় ২ লক্ষ ২৬ হাজার ১৫২টি ছবি তুলেছেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এর মধ্যে রয়েছে ৪২টি সাফারি এবং ৩৯টি স্কুবা ডাইভিং।
ওই দম্পতির কথায়, মানুষ টাকা-পয়সা জমিয়ে হয় বাড়ি বা গাড়ি কেনে, কিন্তু তারা এই সময়ে এমন কিছু একটা করতে চেয়েছিলেন যা মানুষ সাধারণত নিজের অবসর জীবনে করে থাকেন, আর সেখান থেকেই তাদের বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ার পরিকল্পনা শুরু।
অ্যানি পেশায় একজন ম্যাগাজিন সম্পাদক এবং মাইক পেশায় একজন মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং একজন ফটোগ্রাফারও। তারা একটি ব্লগে তাদের প্রায় দু’বছরের বেশি সময়ের মধুচন্দ্রিমা যাপনের গল্প শেয়ার করেছেন।