শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

৬২,০০০ টাকা বেতনে ফুড ডেলিভারি ম্যানের চাকরি

  • আপডেট সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্লাটিনাম ওভারসিজ। প্রতিষ্ঠানটি সৌদি আরবে ‘ফুড ডেলিভারি ম্যান’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আকর্ষণীয় বেতনের সঙ্গে পাবেন অন্যান্য অনেক সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: প্লাটিনাম ওভারসিজ;

পদের নাম: ফুড ডেলিভারি ম্যান;

পদসংখ্যা: ৫০টি;

বয়সসীমা: ২২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: সৌদি আরব;

বেতন: ৬২,০০০—৬৫,০০০ টাকা (ফিক্সড ১৭৫০ সৌদি রিয়েল বেতন + ২০০ সৌদি রিয়েল খাবার + টিপস);

অন্যান্য সুযোগ-সুবিধা

*বাসস্থান;

*আকামা;

*ইন্স্যুরেন্স;

*চিকিৎসা ভাতা;

*মোবাইল ডেটা ও মোবাইল বিল;

*বাইকের তেল;

*পোশাক;

*হেলমেট;

*সিম কার্ড;

*পারফরমেন্স বোনাস;

*প্রভিডেন্ট ফান্ড;

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম পিএসসি পাস থেকে সর্বেোচ্চ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

অভিজ্ঞতা

*ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*জিপিএস/গুগল ম্যাপ ব্যবহার জানতে হবে

*বেসিক ইংরেজি/হিন্দি জানতে হবে, আরবি জানলে অগ্রাধিকার পাবেন;

কর্মঘণ্টা: দৈনিক ১১ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন;

চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য);

প্রার্থীর যা করতে হবে

রেস্টুরেন্ট থেকে খাবার পিক করে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

দরকারি কাগজপত্র

*প্রার্থীর অবশ্যই বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকতে হবে;

*প্রাথিকে অবশ্যই মোটর বাইক চালানো জানতে হবে;

*প্রার্থীর বাংলাদেশি বৈধ লাইট স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক নয়, তবে বৈধ লাইট স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com