শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

৬০০ থেকে ১৫০০ টাকায় বুফে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নানা স্বাদের ও নানা পদের খাবারে উদরপূর্তি করতে ভালোবাসেন ভোজনরসিকেরা। গোগ্রাসে গেলার চেয়ে রয়েসয়ে খাওয়াটা উপভোগ করেন তাঁরা। ভোজনপ্রিয় মানুষের জন্য চাই বুফে রেস্টুরেন্ট, যেখানে থাকে আনলিমিটেড উদরপূর্তির সুযোগ। তবে পেটে দেওয়ার আগে পকেটের কথাও তো ভাবতে হয়। সেসব বিবেচনায় ৬০০ থেকে দেড় হাজার টাকায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যেসব বুফে রেস্তোরাঁ আছে, তেমনি কয়েকটির খোঁজ থাকল

ঢাকা

দ্য ক্যাফে রিও, ধানমন্ডি

দরদাম: আগে বুফে ছিল ৯০০ টাকা। এখন অফার মূল্য লাঞ্চ ৭৯৯ টাকা,
ডিনার ৮৫০ টাকা। অফার প্রাইস আগস্ট মাসজুড়ে চলবে।

পদ কয়টি: লাঞ্চে ও ডিনারে ১০০ পদের বেশি

বিশেষ ডিশ: বিয়েবাড়ি কাচ্চি, মেজবানি বিফ, উগান্ডা চিকেন

সময়: লাঞ্চ বেলা ১টা থেকে বিকেল ৪টা; ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা।

বাড়ি: ৫৪, সড়ক: ১০/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা

মোবাইল: ০১৩০৫–২৫৩৯৪৯

ফেসবুক ঠিকানা: facebook.com/thecaferio.buffet/

আরও শাখা: রাজধানীর গুলশান–১, উত্তরা ৭ নম্বর সেক্টর

দ্য ফরেস্ট লাউঞ্জ, ধানমন্ডি

দরদাম: ৮০–এর বেশি পদ নিয়ে লাঞ্চ ১,১৫০ টাকা।
৯০–এর বেশি পদ নিয়ে ডিনার ১,৩৫০ টাকা।

বিশেষ ডিশ: অ্যারাবিয়ান ও ভারতীয় খাবারের স্বাদ

সময়: লাঞ্চ বেলা ১টা থেকে বিকেল ৪টা; ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা।

বাড়ি: ৫৪, সড়ক: ১০/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা

মোবাইল: ০১৩২২–৮৫৩৮১১, ০১৩২২–৮৫৩৮১২

ফেসবুক ঠিকানা: facebook.com/theforestlounge

প্রিমিয়াম লাউঞ্জ, মিরপুর

দরদাম: রোববার থেকে বৃহস্পতিবার বুফে লাঞ্চ ৫৯০ টাকা, ডিনার ৬৯০ টাকা।
আগস্ট মাসজুড়ে এই অফার প্রাইজ থাকবে।

শুক্র, শনিবার লাঞ্চে ৬৫০ ও ডিনারে ৭৫০ টাকা লাগবে।

কত পদের খাবার: লাঞ্চে ৭০–এর বেশি এবং ডিনারে ৯০–এর বেশি পদ থাকবে।

সময়: লাঞ্চ বেলা ১টা থেকে বিকেল ৪টা; ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা।

বাড়ি: ১৬/১৭, আরএম সেন্টার, মিরপুর–১১,

মোবাইল: ০১৭৩৩–৭৪৪৬৪৪

ফেসবুক ঠিকানা: facebook.com/thepremiumlounge/

রয়্যাল কুইজিন, উত্তরা

দরদাম: লাঞ্চ ৭৯৯ টাকা, শুক্র ও শনিবার কিংবা ছুটির দিন ৮৯৯ টাকা।

সাধারণ সময়ে ডিনার ৮৫০ টাকা, শুক্র ও শনিবার কিংবা ছুটির দিনে ৮৯৯ টাকা।

কত পদের খাবার: লাঞ্চ ও ডিনারে ১০০–এর বেশি ডিশ।

সময়: লাঞ্চ বেলা ১টা থেকে বিকেল ৪টা; ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা।

বাড়ি: ৩২/ডি/ই, সড়ক: ২, সেক্টর–৩, নাটোর টাওয়ার, উত্তরা

মোবাইল: ০১৭৭১–১২০৮৪০, ০১৭৭১–১২০৮৪১

ফেসবুক ঠিকানা: facebook.com/Royalcuisinebuffet/

দ্য বুফে স্টোরিজ, ধানমন্ডি

লাঞ্চ বুফে: নিয়মিত দাম ৭৯০ টাকা (৯০+ আইটেম)। অফার মূল্য ৬৯০ টাকা (৯০+ আইটেম)।

ডিনার বুফে: নিয়মিত দাম ৮৯০ টাকা (১০০+ আইটেম)। অফার মূল্য ৭৯০ টাকা (১০০+ আইটেম)। অফার রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।

বিশেষ ডিশ: কাবুলি বিফ পোলাও, হোল তন্দুরি চিকেন, আফগানি নান, প্যাভ ভাজি, গাজরের পায়েস, নবাবি সেমাই, ফোয়াল চিকেন কারি।

সময়: লাঞ্চ বেলা ১টা থেকে বিকেল ৪টা। ডিনার সন্ধ্যা ৭টা থেকে ১০টা।

মোবাইল: ০১৩২৩–৫৮১৩৫০

ঠিকানা: ইম্পেরিয়াল আমিন সেন্টার, হাউস: ৫৪, রোড: ১০/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি

ফেসবুক ঠিকানা: https://www.facebook.com/thebuffetstoriesbd/

চট্টগ্রাম

অ্যামব্রোশিয়া

দরদাম: বুফে লাঞ্চ ১ হাজার ৪০০;

আপাতত ডিনার বন্ধ আছে।

পদ কয়টি: ৬০টির মতো

বিশেষ পদ: চিকেন বারবিকিউ, চায়নিজ, কন্টিনেন্টাল ডিশ

সময়: লাঞ্চ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা

ঠিকানা: জীবন বীমা ভবন, ১০৫৩, শেখ মুজিব রোড, আগ্রাবাদ,চট্টগ্রাম

ফোন: ০২ ৩৩৩৩ ১৩৫৭৬

ওয়েব ঠিকানা: ambrosia.com.bd

বনজৌর

দরদাম: বুফে লাঞ্চ ও ডিনার ১ হাজার ৩৫০ টাকা

পদ কয়টি: ৬০টির মতো

বিশেষ ডিশ: বিফ, চিকেন, প্রণ

সময়: লাঞ্চ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা। ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা

ঠিকানা: ১৬৯২ গোল্ডেন প্লাজা, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল: ০১৭১৪–০৪১১৮৩

ফেসবুক ঠিকানা: facebook.com/Bonjour.ctg

সিলেট

পার্ল অব ওরিয়েন্ট রেস্টুরেন্ট

দরদাম: ডিনার ১ হাজার ৫৭৩ টাকা। ৯০-এর অধিক পদের খাবার।

বিশেষ ডিশ: অ্যারাবিক মিক্সড কাবাব ডিশ, রোস্টেড লেগ অব ল্যাম,

৩০-এর বেশি পদের সালাদ

সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত

ঠিকানা: সিলেট শাহজালাল উপশহর মোড়

মোবাইল: ০১৯৭৭-২০০৭০১

ফেসবুক ঠিকানা: facebook.com/RoseViewHotel/

সিগনেচার রেস্টুরেন্ট

দরদাম: বুফে ব্রেকফাস্ট ১ হাজার ৫৮১ টাকা; ডিনার ৩ হাজার টাকা।

কত পদের খাবার: ব্রেকফাস্টে ৬০ পদের খাবার এবং ডিনারে ৮০–এর অধিক পদ আছে।

বিশেষ পদ: ‘হৌল ফিশ ক্রেভিং ডিশ’, ‘ল্যাম ক্রেভিং’, ‘লাইভ বারবিকিউ’

সময়: নাশতার সময় সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে। ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।

 ঠিকানা: সিলেট বিমানবন্দর সংলগ্ন বড়শালা, খাদিমনগর

মোবাইল: ০১৩২১–২০১৫৯৭

ফেসবুক ঠিকানা: facebook.com/grandsylhethotel/?locale=bn_IN

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com