শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

৫০ লাখ ডলারের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

অভিবাসননীতিতে নতুন পরিকল্পনা আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট । ৫০ লাখ ডলারের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিতে যাচ্ছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি। এই ‘গোল্ড কার্ড’ স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।ট্রাম্প বলেন, ‘আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি (আমেরিকার) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের ইবি-৫ প্রোগ্রাম ‘গ্রিন কার্ড’ দেয়। মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে তিনি গোল্ড কার্ড চালু করবেন। তাঁর মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হতে পারে।তিনি আরও বলেন, ‘এটা কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে অনেক বেশি সুবিধাযুক্ত। এটি নাগরিকত্বের পথ তৈরি করবে, মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য। তাঁরা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে। কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে, যাতে তারা এ দেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে।’

কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্পের বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক জানান, ‘ইবি-৫ প্রোগ্রাম ছিল পুরোপুরি অর্থহীন, কল্পনাপ্রসূত ও জালিয়াতিতে ভরা। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই হাস্যকর ইবি-৫ প্রোগ্রামের পরিবর্তে আমরা এটি বন্ধ করে দেব। আমরা এর পরিবর্তে ট্রাম্প গোল্ড কার্ড চালু করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com