রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

৩ দিনের থাইল্যান্ড ট্যুর প্ল্যান

  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
থাইল্যান্ড ভ্রমণ মানেই সস্তা বাজেটে দারুণ সব অভিজ্ঞতা! মাত্র ৩ দিনের পরিকল্পনায় আপনি ঘুরে দেখতে পারেন ব্যাংকক ও পাতায়ার জনপ্রিয় স্পটগুলো।
১ম দিন (ব্যাংকক):
গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো, ওয়াট আরুন
চাও ফ্রায়া রিভার ক্রুজ
রাতে খাওয়া-দাওয়া কাওসান রোডে
২য় দিন (পাতায়া):
সকালেই ব্যাংকক থেকে পাতায়া যাত্রা (বাস/কারে ২-৩ ঘণ্টা)
করাল আইল্যান্ড (কোহ লার্ন)
আলকাজার শো অথবা ওয়াকিং স্ট্রিট
৩য় দিন (পাতায়া থেকে ফিরে):
নং নুচ ট্রপিক্যাল গার্ডেন
বিকেলে ব্যাংকক ফেরা ও শপিং (MBK, Chatuchak)
প্রায় খরচ (প্রতি ব্যক্তি):
বিমান টিকিট: ২৫,০০০ টাকা (রিটার্ন)
হোটেল (২ রাত): ৬,০০০ টাকা
খাবার ও যাতায়াত: ৫,০০০ টাকা
ট্যুর ফি ও এন্ট্রি: ৪,০০০ টাকা
মোট: আনুমানিক ৪০,০০০ টাকা
ভিসা প্রসেস:
থাই ই-ভিসার জন্য আবেদন করুন:
হটলাইন সহায়তা (থাই দূতাবাস ঢাকা):
ফোন: +৮৮০ ২ ৯৮১ ৭২৩৪

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com