1. [email protected] : চলো যাই : cholojaai.net
৩৯ টাকায় ৯০ মিনিটের গঙ্গা ভ্রমণ!
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
Uncategorized

৩৯ টাকায় ৯০ মিনিটের গঙ্গা ভ্রমণ!

  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১

মিলেনিয়াম পার্ক থেকে রওনা হয়ে আবার সেখানে এসেই শেষ হবে যাত্রাপথ । ক্রুজের মধ্যে থাকছে ক্যাফেটেরিয়া ।

কলকাতায় গঙ্গা ভ্রমণ এবার আরও আর্কষণীয় হতে চলেছে। আগামিকাল সন্ধে থেকেই শুরু হয়ে যাচ্ছে হেরিটেজ জয় রাইড। সৌজন্যে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। পরিবহণ দফতরের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজ্য পর্যটন দফতর। পুজোর মাসের শুরুতেই, গঙ্গার বুকে মৃদুমন্দ ঢেউয়ের তালে দুলতে দুলতে মহানগরীর বুকে নেমে আসবে সন্ধে । রবীন্দ্রসঙ্গীতের সুরের মূর্চ্ছনায় ভেসে যেতে পারবেন আপনি। এমনই মনোরম এক যাত্রাপথ এ বার কলকাতায় চালু করল রাজ্য পরিবহণ নিগম।

আগামিকাল থেকেই কলকাতার গঙ্গাবক্ষে তাই শুরু হয়ে যাচ্ছে ৯০ মিনিটের জয় রাইড। যদিও এই জয় রাইড সস্তা। মাত্র ৩৯ টাকা খরচ করলেই দেড় ঘণ্টা ধরে পরিবহণ নিগমের লঞ্চে ভেসে বেড়াতে পারবেন আপনি।  আগামিকাল থেকে, মিলেনিয়াম পার্ক জেটি থেকে প্রতিদিন বিকেল ৪টে-৬টা পর্যন্ত ঘোরা যাবে ক্রুজে চড়ে । শনি-রবি এবং যে কোনও ছুটির দিনে থাকছে অতিরিক্ত আরও একটি জয় রাইড । দুপুর ১২টা-২টো পর্যন্ত এবং বিকেল ৪টে-৬টা পর্যন্ত ।

এরপর সেখান থেকে ক্রুজ ঘুরিয়ে  নিয়ে আসা হবে দক্ষিণে । এই পথে দেখানো হবে হুগলি ডক, গোলাবাড়ি জেটি, হাওড়া জেটি, হাওড়া স্টেশন, হাওড়া রেল মিউজিয়াম, রামকৃষ্ণপুর জেটি, শিবপুর জেটি, বিদ্যাসাগর সেতু। সেখান থেকে আবার  ক্রুজটি ফিরে আসবে । ফেরার পথে দেখানো হবে, ম্যান অফ ওয়্যার জেটি, রিভার ট্র্যাফিক পুলিশ জেটি, বাবুঘাট, চাঁদপাল ঘাট, নতুন সেক্রেটরিয়েট বিল্ডিং, সমৃদ্ধি ভবনের আলো। এরপর মিলেনিয়াম পার্কে এসে শেষ হবে এই জয় রাইড।

পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের এমডি রাজনবীর সিং জানিয়েছেন,   ভীষণ আশাবাদী আমরা। মানুষের ভীষণ পছন্দ হবে। বিশেষ করে পুজোর মরসুমে অনেকেই এই জয় রাইড নেবেন। প্রসঙ্গত, কলকাতায় আগেও জয় রাইড ছিল। এক বেসরকারি সংস্থা এটি করত। কিন্তু তা ছিল বেশ খরচ সাপেক্ষ। এই জয় রাইড সেখানে মাত্র ৩৯ টাকায়। পরিবহণ দফতরের এই উদ্যোগে খুশি রাজ্য পর্যটন দফতর। মন্ত্রী গৌতম দেব জানাচ্ছেন, চন্দননগর থেকে কলকাতা। দুই পাড়ে যা সৌন্দর্য্য আছে। তা এভাবে যদি সকলের সামনে তুলে আনা যায় তাহলে মানুষের ভাল লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com