থাইল্যান্ড ভ্রমনে ইচ্ছুকদের জন্য সুখবর নিয়ে এসেছে এয়ার এশিয়া। মাত্র ২৫ হাজার টাকায় থাইল্যান্ডে রাউন্ড ট্রিপের অফার দিচ্ছে এই এয়ারলাইন্সটি। আগামী ৩১ জুলাই পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণের ইচ্ছুকদের জন্য এই অফার রেখেছে এয়ার এশিয়া।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’ উপলক্ষ্যে এই অফার দিয়েছে এয়ার এশিয়া।
মেলা চলাকালীন এই অফার চলবে ১৮ থেকে ২০ মে পর্যন্ত। এছাড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অফার থাকবে।
এ বিষয়ে এয়ার এশিয়ার কর্মকর্তা (ম্যানেজমেন্ট ট্রেনি) মো. সোহেল রানা বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩’ উপলক্ষ্যে থাইল্যান্ডে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আমাদের এই বিশেষ অফার। মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় রাউন্ড ট্রিপের ভ্রমণ ইচ্ছুকরা আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। মেলা চলাকালীন সময়ে এসে টিকিট বুকিং করলে এ অফার পাবেন গ্রাহকরা। তবে মেলা শেষেও আমাদের অফার চলমান থাকবে ৩১ জুলাই পর্যন্ত। মেলা শেষ হওয়ার পর কত টিকিট বাকি রয়েছে সেটার ওপর নির্ভর করে তখন এই অফারটি ঠিক করা হবে। মেলা চলাকালীন সময়ে কোনও গ্রাহক যদি টিকিট বুকিং করতে চান তাহলে থাইল্যান্ডের রাউন্ড ট্রিপে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায় নিতে পারবেন।
তিনি বলেন, এ ধরনের আয়োজন আমাদের ব্যবসায়িক দিক দিয়ে অনেক ভালো। একসঙ্গে যেমন আমরা অনেক কোম্পানির সঙ্গে আলাপ-আলোচনা করার সুযোগ পাচ্ছি, তেমনি গ্রাহকদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ স্থাপিত হচ্ছে। এত করে আমরা দীর্ঘমেয়াদি একটা সুফল ভোগ করব।
এয়ার এশিয়া জানায়, এয়ার এশিয়ার উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচল করে। তবে এয়ার এশিয়ার থাইল্যান্ডের ফ্লাইটে কোনো ফুড সার্ভিস ও ব্যাগেজ সার্ভিস নেই। একজন যাত্রী সঙ্গে সর্বোচ্চ ৭ কেজির হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন।