ফিউচার নিউজের সম্পাদক ইয়ান সিলভেরা বলেন, বাড়ি, এর ফিকশ্চার এবং যন্ত্রকে প্রাণবন্ত করতে এআই সক্ষম পরিধেয় প্রযুক্তি ব্যবহৃত হবে। অগমেন্টেড রিয়েলিটির ফলে আমাদের বিনোদন যেমন গান শোনা বা টিভি দেখা—এগুলোতেও মৌলিক পরিবর্তন আসবে। অগমেন্টেড রিয়েলিটি দিয়ে রান্নাঘরে ইনডাকশন চুলা জ্বালানোর মতো কাজ করা যাবে। সঙ্গে সঙ্গে রান্নার কৌশলও দেখা যাবে। এ ছাড়া বসতবাড়িতে মানবাকৃতির রোবট থাকবে। তারা রান্না, ঘর পরিষ্কার ও শিশুর দেখভাল করবে। টেসলা এবং ওয়ানএক্সের মতো প্রতিষ্ঠান এমন রোবট আনতে কাজ করছে