শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

২০২৪ সালে বিশ্বের সেরা ১০ উড়োজাহাজ সংস্থা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ভ্রমণকারীরা ভোটের মাধ্যমে ২০২৪ সালে বিশ্বের সেরা ১০টি উড়োজাহাজ সংস্থা (এয়ারলাইন) নির্বাচন করেছেন।

বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থা নির্বাচনের আয়োজক যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক (কনসালট্যান্সি) প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। আয়োজনের নাম ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস। ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ।

বিশ্বের সেরা ১০টি উড়োজাহাজ সংস্থা

১. কাতার এয়ারওয়েজ

কাতারের জাতীয় উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজের বহরে ২০০টির বেশি উড়োজাহাজ আছে। সংস্থাটির উড়োজাহাজ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ১৫০টির বেশি গন্তব্যে চলাচল করে। যাত্রীসেবার ক্ষেত্রে তারা আরাম, চমৎকার খাবার, অডিও-ভিডিও বিনোদনের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে থাকে।

২. সিঙ্গাপুর এয়ারলাইনস

সিঙ্গাপুর এয়ারলাইনসের সদর দপ্তর সিঙ্গাপুরে। সংস্থাটির বহরে ১৮০টির বেশি উড়োজাহাজ আছে। ১১০টির বেশি গন্তব্যে চলাচল করে এই সংস্থার উড়োজাহাজ।

৩. এমিরেটস এয়ারলাইনস

এমিরেটস এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা। সংস্থাটির সদর দপ্তর দুবাই। তারা আধুনিক ও আরামদায়ক উড়োজাহাজ পরিচালনা করে। প্রতিদিন ছয়টি মহাদেশজুড়ে তারা সেবা দেয়। বর্তমানে সংস্থাটির বহরে ২৬২টি উড়োজাহাজ রয়েছে। ১৫২টি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ।

৪. অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)

দুটি হেলিকপ্টার নিয়ে ১৯৫২ সালে যাত্রা শুরু করে এএনএ। পরে এএনএ জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা হয়ে ওঠে। একই সঙ্গে নিজেকে এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য উড়োজাহাজ সংস্থায় রূপান্তর করে এএনএ। ৮২টি আন্তর্জাতিক রুট ও ১১৮টি অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ পরিচালনা করছে সংস্থাটি।

৫. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ

ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ হংকংভিত্তিক উড়োজাহাজ সংস্থা। সংস্থাটির বহরে প্রায় ২০০টি উড়োজাহাজ রয়েছে। সংস্থাটি এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকার ২০০টির বেশি গন্তব্যে যাত্রী-কার্গো পরিষেবা দেয়।

৬. জাপান এয়ারলাইনস

জাপান এয়ারলাইনস ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থার বহরে ২৩০টির বেশি আধুনিক উড়োজাহাজ রয়েছে।

৭. টার্কিশ এয়ারলাইনস

টার্কিশ এয়ারলাইনস ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর ইস্তাম্বুল। সংস্থাটির বহরে ৩০০টির বেশি উড়োজাহাজ (যাত্রী ও কার্গো) রয়েছে। বিশ্বের ৩০০টির বেশি গন্তব্যে চলাচল করে সংস্থাটির উড়োজাহাজ।

৮. ইভিএ এয়ার

ইভিএ এয়ার ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর তাইওয়ানে অবস্থিত। এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকার ৪০টির বেশি গন্তব্যে যাত্রী ও মালামাল পরিবহন করে সংস্থাটি।

৯. এয়ার ফ্রান্স

এয়ার ফ্রান্সের সদর দপ্তর ফ্রান্সে। ২০০৪ সালে এয়ার ফ্রান্স ও কেএলএম এক হয়। তারা বিশ্বের ১১৬টি দেশের ৩১২টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। দৈনিক ফ্লাইটের সংখ্যা ১ হাজার ৫০০।

১০. সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস

সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস সুইজারল্যান্ডের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা। সংস্থাটি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com