জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। কোনো কারণে আজ প্রজ্ঞাপন জারি না হলে বুধবার হবে।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন সরকার।
তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ১৫ই আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি বলেছেন, ১৫ আগস্ট সর্বজনীন। যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত, ততটুকু শ্রদ্ধাই যেন পায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। এদিন সরকারি ছুটিও।
এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার জানিয়েছেন, ১৫ আগস্ট উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ থাকবে, বিজিবি র্যাব থাকবে। সেনাবাহিনীও থাকতে পারে।
ঢাকা টাইমস